ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

টাইগারদের হতাশায় ডুবিয়ে ডাবল সেঞ্চুরি টম লাথামের

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২২
টাইগারদের হতাশায় ডুবিয়ে ডাবল সেঞ্চুরি টম লাথামের ...

ঢাকা: ক্রাইস্টচার্চ টেস্টে টাইগারদের হতাশায় ডুবিয়ে দুর্দান্ত ডাবল সেঞ্চুরি হাঁকালেন কিউই ব্যাটসম্যান টম লাথাম। এছাড়াও অন্যপ্রান্তে ব্যাট করা ডেভন কনওয়ে সেঞ্চুরি করে মাঠ ছাড়েন।

রান আউট হওয়ার আগে ১৬৬ বলে ১০৯ রান করে করেন ডেভন কনওয়ে।

দ্বিতীয় দিন মধ্যাহ্নবিরতিতে স্বাগতিকেরা গেছে ৫ উইকেটে ৪২৩ রান নিয়ে।

এর আগে রোববার ক্রাইস্টচার্চে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মুমিনুল হক। প্রথমে ব্যাট করতে নেমেই বাজিমাত করে নিউজিল্যান্ড। প্রথম দিন শেষে নিউজিল্যান্ড সংগ্রহ করে ১ উইকেটে ৩৪৯ রান।

বাংলাদেশ সময়: ০৮০৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।