ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতায় হতাশ কোচ অ্যাশওয়েল প্রিন্স

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২২
বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতায় হতাশ কোচ অ্যাশওয়েল প্রিন্স

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জিতে ইতিহাস গড়লেও দ্বিতীয় টেস্টে যেন ঠিক তার উল্টো চিত্র। ক্রাইস্টচার্চের সবুজ পিচে বল হাতে ব্যর্থতার পর ব্যাট হাতে আরও ব্যর্থ বাংলাদেশ।

মাত্র ১২৬ রানে প্রথম ইনিংস গুটিয়ে যায় টাইগারদের। দ্বিতীয় দিন শেষে অবশ্য এমন ব্যর্থতার কারণ ব্যাখ্যা করলেন ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স।

সংবাদ সম্মেলনে এসে প্রিন্স বলেন, 'কিউইদের দেখেছি যে ওরা অফ স্টাম্পের বাইরের অনেক বল ছেড়ে খেলেছে। নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের এটা সহজাতভাবেই আসে। ওরা এখানে বাউন্সে ভরা উইকেটে খেলে। আমাদের ছেলেরা দেশের উইকেটে বল অনেক বেশি খেলে। মাউন্ট মঙ্গানুইয়ে ছেলেরা খুবই ভালো খেলেছে, ব্যাকফুটেও ভালো খেলেছে। আজও আমরা আরো কিছু ছেড়ে খেলতে পারতাম। '

ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় দিনে একদমই ভালো অবস্থায় নেই বাংলাদেশ। স্বাগতিকরা ৬ উইকেটে ৫২১ রানে ইনিংস ঘোষণার জবাবে বাংলাদেশের প্রথম ইনিংস প্যাকেট হয়ে গেছে ১২৬ রানে! আগামীকাল সিদ্ধান্ত হবে, কিউইরা ফলোঅন করাবে কি না। হাফসেঞ্চুরিয়ান ইয়াসির আলী ও নুরুল হাসান সোহান ছাড়া আর কোনো বাংলাদেশি ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পারেননি। প্রথম পাঁচ ব্যাটারের দুজনই 'ডাক' মেরেছেন।  

ব্যাটারদের এমন ব্যর্থতায় হতাশা প্রকাশ করে ব্যাটিং কোচ বলেন, 'অবশ্যই আমরা হতাশ। গত সপ্তাহে সবাই অসাধারণ খেলেছে। মানসম্পন্ন একটা বোলিং বিভাগের বিপক্ষে ১৭৩ ওভার ব্যাটিং করেছিলাম আমরা। সত্যি বলতে নিউজিল্যান্ড আরো তেড়েফুড়ে এই ম্যাচে ফিরে আসবে, এটা প্রত্যাশিতই ছিল। '

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।