ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বিপিএল খেলতে ঢাকায় আন্দ্রে রাসেল

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২২
বিপিএল খেলতে ঢাকায় আন্দ্রে রাসেল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর মাঠে গড়াবে আগামী ২১ জানুয়ারি। এরই মধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলো বেশ ভালোভাবেই প্রস্তুতি সেরে নিচ্ছে।

এদিকে মিনিস্টার গ্রুপ ঢাকার হয়ে খেলতে মঙ্গলবার সকালে ঢাকায় এসে পৌঁছেছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল। একই দিনে ঢাকা এসেছেন লঙ্কান অলরাউন্ডার ইসুরু উদানাও।

ঢাকার হয়ে এবারের লিগে খেলবেন দেশের ক্রিকেটের তিন তারকা ক্রিকেটার তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও মাশরাফি বিন মর্তুজা।

ঢাকার স্কোয়াড: মাহমুদউল্লাহ রিয়াদ, ইসুরু উদানা, কায়েস আহমেদ, নাজিবুল্লাহ জাদরান, তামিম ইকবাল, রুবেল হোসেন, মাশরাফি বিন মর্তুজা, শুভাগত হোম চৌধুরী, মোহাম্মদ শাহজাদ, ফজল হক ফারুকী, নাঈম শেখ, আরাফাত সানি, ইমরান উজ জামান, শফিউল ইসলাম, জহুরুল ইসলাম, শামসুর রহমান, ইবাদত হোসেন চৌধুরী, রিশাদ হোসেন ও আন্দ্রে রাসেল।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।