ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

টস হেরে ব্যাট করতে নেমে বিপর্যয়ে সিলেট 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২২
টস হেরে ব্যাট করতে নেমে বিপর্যয়ে সিলেট 

সিলেট সানরাইজার্সের বিপক্ষে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তাদের আমন্ত্রণে ব্যাট করতে নেমে অবশ্য ভালো শুরু পায়নি সিলেট।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৪০ রান তুলেছে সিলেট।

অষ্টম বিপিএলের তৃতীয় ম্যাচে শনিবার শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট সানরাইজার্স।  

ব্যাটিংয়ে নেমে রান তুলতে হিমশিম খাচ্ছে সিলেট। ওপেনার এনামুল হক বিজয় ৩ রান করে সাজঘরে ফিরেছেন। বিজয়ের উইকেটটি নিয়েছেন নাহিদুল ইসলাম। এরপর দলীয় ৩৩ রানে বিদায় নিয়েছেন আরেক ওপেনার কলিন ইনগ্রাম (২০)। এক রান যোগ হতেই বিদায় নেন অভিজ্ঞ ব্যাটার মোহাম্মদ মিঠুনও (৫)।

কুমিল্লার একাদশ: ইমরুল কায়েস (অধিনায়ক), ফাফ ডু প্লেসি, মুমিনুল হক, আরিফুল হক, মাহিদুল ইসলাম অংকন (উইকেটরক্ষক), শহিদুল ইসলাম, নাহিদুল ইসলাম, তানভীর ইসলাম, ক্যামেরন ডেলপোর্ট, করিম জানাত এবং মোস্তাফিজুর রহমান।

সিলেটের একাদশ: মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, কলিন ইনগ্রাম, আনামুল হক (উইকেটরক্ষক), নাজমুল ইসলাম, রবি বোপারা, সোহাগ গাজী, অলক কাপালি, কেসরিক উইলিয়ামস, মুক্তার আলী এবং তাসকিন আহমেদ।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।