ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

টস জিতে চট্টগ্রামকে ব্যাটিংয়ে পাঠাল ঢাকা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২২
টস জিতে চট্টগ্রামকে ব্যাটিংয়ে পাঠাল ঢাকা টস জিতে চট্টগ্রামকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ছবি: শোয়েব মিথুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অষ্টম আসরের চতুর্থ ম্যাচে মুখোমুখি হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও মিনিস্টার গ্রুপ ঢাকা। যেখানে টস জিতে চট্টগ্রামকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

শনিবার (২২ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মাঠের লড়াইয়ে নামবে দুদল।

ঢাকা ও চট্টগ্রামের এটি আসরে দ্বিতীয় ম্যাচ। দুদলই নিজেদের প্রথম ম্যাচ হেরেছে। ফলে জয়ের বিকল্প কেউ দেখছে না।

এ ম্যাচে অপরিবর্তিত রয়েছে দুদলের একাদশ।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ: কেনার লুইস (উইকেটরক্ষক), উইল জ্যাকস, আফিফ হোসেন, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), শামীম হোসেন, নাঈম ইসলাম, বেনি হাওয়েল, মুকিদুল ইসলাম, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ।

মিনিস্টার গ্রুপ ঢাকা একাদশ: মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), তামিম ইকবাল, মোহাম্মদ নাইম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আন্দ্রে রাসেল, জহুরুল ইসলাম, শুভাগত হোম, ইসুরু উদানা, আরাফাত সানি, রুবেল হোসেন, এবাদত হোসেন।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।