ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

'সত্যিই অসাধারণ এক ম্যাচ জিতে গেলো বাংলাদেশ'

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, মার্চ ১৪, ২০২২
'সত্যিই অসাধারণ এক ম্যাচ জিতে গেলো বাংলাদেশ'

ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার সুযোগ পেয়ে নিজেদের তৃতীয় ম্যাচে জয়ের দেখা পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। পাকিস্তানকে হারিয়ে পাওয়া এই ঐতিহাসিক জয়ের প্রশংসায় পঞ্চমুখ সমর্থক থেকে শুরু দেশের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা।

এবার সেই তালিকায় যোগ দিলেন মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম, তামিম ইকবালসহ আরও অনেকে।

টাইগারদের সাবেক এই অধিনায়ক এক ফেসবুক পোস্টে সালমা-রুমানাদের প্রশংসা করেছেন। সেই সঙ্গে নারী বিশ্বকাপে বাংলাদেশ পাকিস্তানকে হারিয়েই যে প্রথম জয় পেয়েছিল, সে কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি। অর্থাৎ দুই জয়ের মধ্যে দারুণ মিল খুঁজে পাচ্ছেন তিনি। তিনি লিখেছেন, 'আমাদের ছেলেদের ওয়ানডে বিশ্বকাপ জয়যাত্রা শুরু হয়েছিল পাকিস্তানকে হারিয়ে। '
 
'নড়াইল এক্সপ্রেস' আরও লিখেছেন, 'মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ জয়যাত্রা শুরু হলো পাকিস্তানকে হারিয়ে। কি দারুণ মিল। নারী বিশ্বকাপে ব্যাটসম্যানদের পরে বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে পাকিস্তানকে ৯ রানে হারিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় পেলো বাংলাদেশ নারী দল। সত্যিই অসাধারণ এক ম্যাচ জিতে গেলো বাংলাদেশ। '

ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল লিখেছেন, 'পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপের প্রথম জয়ে নারী টাইগার্সদের জন্য থাকলো অভিনন্দন। সাবাশ বাংলাদেশ। '

জাতীয় দলের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম লিখেছেন, 'ওয়ানডে বিশ্বকাপে প্রথম জয় পাওয়ায় টাইগ্রেসদের অভিনন্দন। প্রথম জয় সবসময় বিশেষ! দারুণ এক ম্যাচ। আমাদের দলের জন্য গর্ব হচ্ছে। '

এর আগে আজ সোমবার বাংলাদেশ সময় ভোরে হ্যামিল্টনে পাকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। যেখানে প্রথমে ব্যাট করা টাইগ্রেসরা নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২৩৪ রান করে। জবাবে ব্যাট করতে নামা পাকিস্তান ৯ উইকেট হারিয়ে ২২৫ রানে থামে। এ ম্যাচে প্রথমে ব্যাট করা বাংলাদেশ মেয়েরা নিজেদের ওয়ানডে ইতিহাসেও সর্বোচ্চ রানের মাইলফলক পার করেছে। আগের রেকর্ডটিও এই পাকিস্তানের বিপক্ষে ছিল।

 

 

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।