ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

খাগড়াছড়িতে প্রমিলা ক্রিকেট প্রশিক্ষণ ক্যাম্প শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, মার্চ ১৭, ২০২২
খাগড়াছড়িতে প্রমিলা ক্রিকেট প্রশিক্ষণ ক্যাম্প শুরু খাগড়াছড়িতে প্রমিলা ক্রিকেট প্রশিক্ষণ ক্যাম্প উদ্বোধন।

খাগড়াছড়ি: বঙ্গবন্ধু জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে খাগড়াছড়িতে প্রমিলা ক্রিকেট প্রশিক্ষণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) বেলা ১২টায় খাগড়াছড়ি স্টেডিয়ামে এ প্রশিক্ষণ ক্যাম্প উদ্বোধন করেন শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার মো. আব্দুর আজিজ, সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ জুয়েল চাকমা, প্রশিক্ষক মুজাহিদুল ইসলাম চৌধুরী বাবু। ৩০ জন নারী এ প্রশিক্ষণে অংশ নিয়েছে।

জেলা প্রশাসনের অর্থায়নে ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ প্রশিক্ষণ আগামী ১৫ দিনব্যাপী চলবে।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, মার্চ ১৭, ২০২২
এডি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।