নারীদের ওয়ানডে বিশ্বকাপে টানা চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকার শীর্ষে আছে অস্ট্রেলিয়া। এবার স্বাগতিক নিউজিল্যান্ডকে হারিয়ে অজিদের ধরে ফেললো দক্ষিণ আফ্রিকার মেয়েরা।
আজ বৃহস্পতিবার হ্যামিল্টনে ২ উইকেটে জিতেছে দক্ষিণ আফ্রিকা। নিউজিল্যান্ডের দেওয়া ২২৯ রানের লক্ষ্যে ৩ বল হাতে রেখে পৌঁছে যায় প্রোটিয়া মেয়েরা।
ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমেছিল নিউজিল্যান্ড। অধিনায়ক সোফি ডেভাইনের ৯৩, অ্যামিলা কেরের ৪২ ও ম্যাডি গ্রিনের ৩০ রানের পরও কিউইরা গুটিয়ে যায় ২২৮ রানে। দক্ষিণ আফ্রিকার শবনম ইসমাইল ও আয়াবঙ্গা খাকা তিনটি করে উইকেট নেন।
২২৯ রানের লক্ষে ব্যাট করতে নামা দ. আফ্রিকা এক পর্যায়ে ২ উইকেটে ১৬১ রান তুলে ফেলেছিল। এরপর ২১৭ রান পর্যন্ত পৌঁছাতে হারায় ৭ উইকেট। শেষ পর্যন্ত মারিজান্নে ক্যাপ ও আয়াবঙ্গা দক্ষিণ আফ্রিকাকে জয়ের বন্দরে পৌঁছে দেন। লৌরা ভলভার্ট ৬৭ ও সানে লুস ৫১ রান করেন। ক্যাপ অপরাজিত থাকেন ৩৪ রানে।
এই জয়ের ফলে বিশ্বকাপের পয়েন্ট পয়েন্ট সংখ্যায় অজিদের ছুঁয়ে ফেললেও নেট রানরেটে কিছুটা পিছিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। ৪ ম্যাচের সবকয়টিতেই জিতে শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার সংগ্রহে রয়েছে ৮ পয়েন্ট। দক্ষিণ আফ্রিকাও ৪ ম্যাচে সমান জয়ে ৮ পয়েন্ট পকেটে পুরেছে।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, মার্চ ১৭, ২০২২
এমএইচএম