ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ক্রিকেট

শুরুতেই তামিম-সাকিবের বিদায়

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, মার্চ ২০, ২০২২
শুরুতেই তামিম-সাকিবের বিদায়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে মুখোমুখি বাংলাদেশ। যেখানে প্রথমে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের হয়ে শুরুতেই বিদায় নেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৮ রান করেছে বাংলাদেশ।

বাংলাদেশের ইনিংসে দলীয় তৃতীয় ওভারে আসা লুঙ্গি এনগিডির দ্বিতীয় বলে ফিরে যান তামিম ইকবাল (১)। তার বাউন্সার বুঝতে না পেরে ব্যাটের কানায় লাগলে ক্যাচ লুফে নেন কেশভ মাহারাজ। পরের ওভারেই কাগিসো রাবাদা বলে শূন্য রানে ফিরে যান সাকিব আল হাসান।  

রোববার (২০ মার্চ) জোহান্নেসবার্গের ওয়ান্ডারার্সে ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর ২টায় গড়ায়। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল।

বাংলাদেশ এ ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে। তবে দ.আফ্রিকা তাদের আগের একাদশ থেকে তিনটি পরিবর্তন এনেছে। এইডেন মার্করাম, মার্কো ইয়ানসেন ও আন্ডিলে ফেলুকায়ো বাদ পড়েছেন। তাদের পরিবর্তে এসেছে কুইন্টন ডি কক, ওয়েন পারনেল ও তাবরাইজ শামসি।

এর আগে সিরিজের প্রথম ম্যাচে ৩৮ রানে জিতে ফুরফুরে মেজাজে রয়েছে বাংলাদেশ। আজ জিতলেই প্রোটিয়াদের মাটিতে প্রথমবার সিরিজ জেতার ইতিহাস গড়বে টাইগাররা।

দক্ষিণ আফ্রিকা একাদশ: ইয়ানেমান মালান, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), টেম্বা বাভুমা (অধিনায়ক), কাইল ভেরেইন, রাসি ফন ডার ডুসেন, ডেভিড মিলার, ওয়েন পার্নেল, কাগিসো রাবাদা, কেশব মাহারাজ, লুঙ্গি এনগিডি, তাবরাইজ শামসি।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ইয়াসির আলী, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদি হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, মার্চ ২০, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।