ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

ক্রিকেট

নিয়ম যেন সবার জন্যই প্রযোজ্য হয়: তাসকিন প্রসঙ্গে মাশরাফি

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪০ ঘণ্টা, মার্চ ২২, ২০২২
নিয়ম যেন সবার জন্যই প্রযোজ্য হয়: তাসকিন প্রসঙ্গে মাশরাফি মাশরাফির ফেসবুক পেজ থেকে নেওয়া ছবি।

আসছে আইপিএলে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের ইংলিশ পেসার মার্ক উডের ইনজুরি সুসংবাদ বয়ে এনেছিল তাসকিন আহমেদের জন্য। উড ছিটকে যাওয়ায় তার বদলি হিসেবে বাংলাদেশি এই পেসারকে দলে ভেড়াতে চেয়েছিল টুর্নামেন্টের নতুন ফ্রাঞ্চাইজিটি।

তবে জাতীয় দলের খেলা থাকায় তাকে ছুটি দেয়া হবে না বলে জানিয়েছে বিসিবি।

এ ব্যাপারটি ইতিবাচক ভাবেই দেখেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। কেননা এ ক্ষেত্রে তিনি দেশকেই আগে রেখেছেন। তবে নিয়ম যাই হোক তা যেন সবার জন্যই প্রযোজ্য হয়, এমনটিও জানিয়েছে এই তারকা।

নিজের ভেরিফাইড ফেসবুক পেজে মাশরাফি এমনটি জানিয়েছেন।

মাশরাফি লিখেন, সিদ্ধান্ত বোর্ড নিক বা তাসকিন অবশ্যই সিদ্ধান্তটি পজিটিভ মনে হয়েছে কারণ, দেশের ক্রিকেটের কমিটমেন্ট সবার আগেই হওয়া উচিত। যদিও পৃথিবী চলছে বিপরীতমুখি এবং তার পক্ষে বা বিপক্ষে অনেক যুক্তি দাঁড় করিয়েই। শুধু একটাই খটকা, নিয়ম যাই হোক তা যেন সবার জন্যই প্রযোজ্য হয়। তাহলে দলের সবার মানসিকতা সুন্দর ও সুস্থ থাকবে, যা বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে জরুরি।
ভালো খেলতে থাকো তাসকিন, সুযোগ আপনিতেই আসবে। ৩বছর আগে তোমাকে দলে দেখলে সবার রাগ হতো আর আজ দলে তোমার গুরুত্ব তুমি নিজেই দেখছো। সব কিছুর মালিক আল্লাহ। আর এ যুদ্ধে তোমার পাশে ছিলো খুব সামান্য কিছু মানুষ। তাদেরকে যথাযথ সম্মান দিও। দেশের হয়ে মাঠে নেমে নিজেকে নিংড়ে দেও কারন, তোমার মতো হাজারও খেলোয়াড় এই দেশে খেলছে যারা একবার হলেও দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চায়। যে সুযোগ আজ আছে কাল হয়তো থাকবেনা তাই তোমার ক্রিকেটের সেরা মুহূর্তগুলো হয়ে উঠুক লাল-সবুজেই।  
আল্লাহ তোমার সহায় হোন, আমিন।

বাংলাদেশ সময়: ০৮৪০ ঘণ্টা, মার্চ ২২, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।