ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

ক্রিকেট

৪ ধাপ এগিয়ে র‌্যাংকিংয়ের সেরা আটে মিরাজ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, মার্চ ২৩, ২০২২
৪ ধাপ এগিয়ে র‌্যাংকিংয়ের সেরা আটে মিরাজ

আইসিসি ওয়ানডে অলরাউন্ডার র‌্যাংকিংয়ে ৪ ধাপ এগিয়ে সেরা দশের ভেতর ঢুকেছেন মেহেদি হাসান মিরাজ। বর্তমানে ২৩৫ রেটিং পয়েন্ট নিয়ে তিনি আটে অবস্থান করছেন।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে ব্যাটে-বলে দারুণ করে এই পুরস্কার পেয়েছেন টাইগার অলরাউন্ডার। তিনি এখন পর্যন্ত হওয়া দুই ম্যাচে ৫ উইকেট ও ৫৭ রান তুলেছেন।

আইসিসির সদ্য ঘোষিত র‌্যাংকিংয়ে অবশ্য শীর্ষ ৭জন আগের অবস্থানেই রয়েছেন। যেখানে ৪০৪ রেটিং পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছেন সাকিব আল হাসান। এরপর যথাক্রমে মোহাম্মদ নবী, ক্রিস ওকস, রশিদ খান, মিচেল স্যান্টনার, বেন স্টোকস ও ইমাদ ওয়াসিম।

একধাপ অবনমনে নয়ে নেমে গেছেন জেমস নিশাম। শেন উইলিয়ামস ও রবীন্দ্র জাদেজা একধাপ নেমে ১০-এ রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।