ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

মোশাররফ রুবেলের মৃত্যুতে ক্রিকেটাঙ্গনে শোকের ছায়া 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২২
মোশাররফ রুবেলের মৃত্যুতে ক্রিকেটাঙ্গনে শোকের ছায়া 

মস্তিষ্কের টিউমারে আক্রান্ত জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ রুবেল মারা গেছেন। আজ বিকেল ৫টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তার এই অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে দেশের ক্রিকেটাঙ্গনে। সাবেক ও বর্তমান ক্রিকেটাররা সামাজিক যোগাযোগের মাধ্যমে শোক প্রকাশ করছেন।

মোশাররফ রুবেলের মৃত্যুতে শোক জানিয়ে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও পেসার মাশরাফি বিন মর্তুজা লিখেছেন, ' ভালো থাকিস বন্ধু …। ' 

জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসান লিখেছেন, 'দীর্ঘদিনের সতীর্থ ও দেশের অন্যতম সেরা স্পিনার মোশাররফ হোসেন রুবেলের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি আর শোক-সন্তপ্ত পরিবারের প্রতি থাকলো আমাদের সমবেদনা। '

ওয়ানডে দলের অধিনায়ক ও দেশসেরা ওপেনার তামিম ইকবাল লিখেছেন, 'ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মোশাররফ হোসেন রুবেল ভাই (১৯৮১-২০২২)। '

টি-টোয়েন্টি দলের অধিনায়ক ও অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ লিখেছেন, 'ব্রেন টিউমারের সঙ্গে লড়াইয়ে মোশাররফ রুবেলের মৃত্যুবরণ করার খবর জানতে পেরে খুবই কষ্ট পেয়েছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ তাকে জান্নার নসীব করুন। '

জাতীয় দলের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম লিখেছেন, 'মোশাররফ রুবেল ভাইয়ের (মৃত্যুর) খবরটা শুনে খুব মর্মাহত হলাম। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার পরিবারের জন্য দোয়া করছি। বাংলাদেশের ক্রিকেটের জন্য আজ এক শোকের দিন। আসুন সবাই তার জন্য দোয়া করি, ইনশাআল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। '

জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট লিখেছেন, 'জাতীয় দলের ক্রিকেটার মোশাররফ রুবেল আর নেই! ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজিউন। আজ রাত দশটায় তারাবির নামাজের পর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মোশাররফ হোসেন রুবেল এর জানাজা অনুষ্ঠিত হবে। '

জাতীয় দলের সাবেক ওপেনার ও বিসিবি কর্মকর্তা শাহরিয়ার নাফিস লিখেছেন, 'মস্তিস্কের ক্যানসারে আক্রান্ত জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় মোশাররফ রুবেল মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ বিকেলে ৫টায় তিনি মারা যান। '

জাতীয় দলের সাবেক বাঁহাতি স্পিনার ও বর্তমান নির্বাচক আব্দুর রাজ্জাক রাজ লিখেছেন, 'বন্ধু রুবেল আমাদের ছেড়ে চলে গেছে না ফেরার দেশে আজ বিকাল ৫টায়। আমরা সবাই তার জন্য দোয়া করি মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। এবং তার পরিবার যেন এই শোক কাটিয়ে উঠতে পারে। আল্লাহ তার পরিবারের উপর রহমত বর্ষণ করেন। '

জাতীয় নারী ক্রিকেট দলের অলরাউন্ডার জাহানারা আলম লিখেছেন, 'বাংলাদেশ দলের সাবেক বাঁহাতি স্পিনার মোশাররফ হোসেন রুবেল আজ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন। '

জাতীয় দলের উইকেটকিপার-ব্যাটার লিটন দাস লিখেছেন, 'মোশাররফ রুবেল ভাইয়ের (মৃত্যু) সংবাদ শুনে খুবই মর্মাহত। শান্তিতে থাকুন। '

জাতীয় দলের ডানহাতি পেসার তাসকিন আহমেদ লিখেছেন, ''বাংলাদেশ দলের সাবেক বাঁহাতি স্পিনার মোশাররফ হোসেন রুবেল আজ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। '

জাতীয় দলের উইকেটকিপার-ব্যাটার আনামুল হক ফেসবুকে দুজনের একটি ছবি পোস্ট করে লিখেছেন, 'তোমাকে অনেক ভালোবাসতাম ভাই। তোমাকে অনেক মিস করব ভাই। আল্লাহ তোমাকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। '

জাতীয় দলের লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব লিখেছেন, 'ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশি বাঁহাতি স্পিনার মোশাররফ রুবেল মারা গেছেন। তিনি জীবনের সঙ্গে ৫-৬ বছর কঠিন লড়াই করেছেন। আল্লাহ তাকে জান্নাত নসীব করুন, আমিন। '

 

আরও পড়ুন- চলেই গেলেন ক্রিকেটার মোশাররফ রুবেল

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।