ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

নির্বাচক রাজ্জাক এবার কোচের ভূমিকায়

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২২
নির্বাচক রাজ্জাক এবার কোচের ভূমিকায়

আব্দুর রাজ্জাক বাংলাদেশ জাতীয় দলের তিন নির্বাচকের একজন হিসেবে দায়িত্ব পালন করছেন। এবার কোচের ভূমিকায় দেখা যাবে সাবেক স্পিনারকে।

আব্দুর রাজ্জাক হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) সাথে খণ্ডকালীন কোচের দায়িত্ব পালন করবেন।

আগামী ১৪ মে থেকে শুরু হবে এইচপির ক্যাম্প। যেখানে সংক্ষিপ্ত মেয়াদে স্পিন পরামর্শকের ভূমিকায় দেখা যাবে নির্বাচক আব্দুর রাজ্জাককে। তবে এখনই পূর্ণাঙ্গ মেয়াদে কোচিং নিয়ে ভাবছেন না রাজ্জাক।

এ বিষয়ে আব্দুর রাজ্জাক বলেন, সবকিছু পরিকল্পনামতো হলে এইচপি ইউনিটে আমার যোগদানের কথা রয়েছে।  

তবে তিনি এও বললেন, এর মানে এটা নয় যে, আমি এখনই কোচিংয়ে মনোনিবেশ করছি। আমার মনে হয়েছে, আমার যে অভিজ্ঞতা রয়েছে, তা তরুণ ক্রিকেটারদের সঙ্গে শেয়ার করা যায়। যদি এতে তারা সুবিধা পায় তাতেই খুশি।

আগামী ১৪ মে থেকে বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের বিশেষ ক্যাম্প শুরু হচ্ছে। পাওয়ার হিটিং ছাড়াও যেখানে পেস ও স্পিনারদের নিয়ে করা হবে আলাদা কাজ। আর গোটা দলকে নিয়ে ২ জুন হবে স্কিল ক্যাম্প।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।