ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

ডিপিএলে বিজয়ের এক হাজার রানের রেকর্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২২
ডিপিএলে বিজয়ের এক হাজার রানের রেকর্ড

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দারুণ ফর্মে আছেন এনামুল হক বিজয়। এবার টুর্নামেন্টে গড়লেন ব্যক্তিগত রেকর্ডও।

মঙ্গলবার (২৬ মার্চ) রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলতে নেমে ডিপিএলের এক আসরে এক হাজার রান সংগ্রহের কীর্তি গড়েন বিজয়।

ম্যাচ শুরুর আগে ১৩ ম্যাচে দুই সেঞ্চুরি ও আট ফিফটিতে ৯৩০ রান ছিল বিজয়ের। বিকেএসপির চার নম্বরে মাঠে আজ রূপগঞ্জ ক্রিকেটার্সের পেসার নাহিদের বল আলতো টোকায় কভারে পাঠিয়ে ১ রান নিলেন প্রাইম ব্যাংকের ওপেনার বিজয়। আর এই রানেই গড়লেন রেকর্ড। প্রান্ত বদলের আগেই দুই হাত উপরে তুলে উদযাপন শুরু করেন তিনি। অপরাজিত রয়েছেন ৭৩ রান করে।

২০১৮-১৯ মৌসুমে প্রাইম দোলেশ্বরের হয়ে ৮১৪ রান করেছিলেন সাইফ হাসান। সাইফ ও বিজয়ের পরেই রয়েছেন আরেক ওপেনার নাঈম শেখ। ২০১৮-১৯ মৌসুমে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে ৮০৭ রান করেন তিনি।

একই মৌসুমে চতুর্থ সর্বোচ্চ ৭৮১ রান করেন রকিবুল হাসান। এই তলিকায় রয়েছেন আরেক ওপেনার লিটন দাস। ২০১৭ মৌসুমে আবাহনী লিমিটেডের হয়ে ৭৫২ রান করেন লিটন।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।