ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

ডিপিএলের নতুন চ্যাম্পিয়ন শেখ জামাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২২
ডিপিএলের নতুন চ্যাম্পিয়ন শেখ জামাল ছবি: শোয়েব মিথুন

আবাহনী লিমিটেডকে হারিয়ে প্রথমবারের মতো ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শিরোপা ঘরে তুললো শেখ জামাল ধানমন্ডি ক্লাব।  

মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ মঙ্গলবার আবাহনীকে ৪ উইকেটে হারিয়েছে ইমরুল কায়েসের দল।

 

শুরুতে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ২২৯ রান সংগ্রহ করেছিল আবাহনী। জবাবে নুরুল হাসানের ৮১ বলে ৮১ রানে ৩ ওভার বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় শেখ জামাল।

টস জিতে ব্যাটিংয়ে নামে মোসাদ্দেক হোসেন সৈকতের আবাহনী। মিরপুরের ধীরগতির পিচে রান তোলাই ছিল কষ্টকর। দলীয় ২০ রানে পারভেজ রসুলের বলে মোহাম্মদ নাঈমের (১৬) বিদায়ে তাদের উইকেট পতন শুরু হয়। লিটন দাস মাত্র ৪ রান করে জিয়াউরের বলে বিদায় নেন।  

মিডল অর্ডারে নেমে একমাত্র ফিফটি উপহার দেন তৌহিদ হৃদয় (৫৩)। আবাহনীর হয়ে দ্বিতীয় সর্বোচ্চ অপরাজিত ৪৭ রান আসে জাকের আলীর ব্যাট থেকে। এছাড়া মোহাম্মদ সাইফউদ্দিনও ৩৩ বলে ৪৪ রানে অপরাজিত থাকেন। এই দুজনের জুটিতে আসে ৭৫ রান।  

জবাবে ব্যাটিংয়ে নেমে ২১ রানে প্রথম উইকেট হারায় শেখ জামাল। সাইফ হাসানকে (১৫) ফিরিয়ে দেন সাইফউদ্দিন। অপর ওপেনার সৈকত আলীকেও (১৭) লেগ বিফোরের ফাঁদে ফেলেন এই পেস বোলিং অলরাউন্ডার। এরপর অধিনায়ক ইমরুল কায়েস (১৫), মুশফিকুর রহিম (১৬) আর রবিউল ইসলাম রবি (৩) দ্রুত আউট হয়ে গেলে ৭৮ রানে ৫ উইকেট হারায় শেখ জামাল।  

চাপের মুখে দলকে টেনে তোলেন নুরুল হাসান সোহান আর পারভেজ রসুল। দুজনে ৬ষ্ঠ উইকেটে গড়েন ৭২ রানের জুটি। সোহান ৮১ বলে ৮ চার ২ ছক্কায় ৮১ রানে অপরাজিত থাকেন। পারভেজ রসুল তাকে সঙ্গ দিয়ে আউট হন ৪০ বলে ৩৩ রানে। এরপর জিয়াউর রহমানকে নিয়ে সোহানের অবিচ্ছিন্ন ৮২ রানের ৭ম উইকেট জুটিতে জয়ের বন্দরে পৌঁছে যায় শেখ জামাল। ২৬ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন জিয়াউর।  

ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন নুরুল হাসান সোহান।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।