ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

হারের বৃত্ত থেকে বেরিয়ে মুম্বাইয়ের প্রথম জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৫ ঘণ্টা, মে ১, ২০২২
হারের বৃত্ত থেকে বেরিয়ে মুম্বাইয়ের প্রথম জয়

অবশেষে জয়ের দেখা পেল মুম্বাই ইন্ডিয়ান্স। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৪৪তম ম্যাচে রাজস্থান রয়্যালসকে ৫ উইকেটে হারিয়ে আট ম্যাচ পর জয়ের দেখা পেল রোহিত শর্মার দল।

রাজস্থানের দেয়া ১৫৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেননি মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা। মাত্র ২ রান করে সাজঘরে ফেরেন তিনি। এরপর ব্যাট করতে নেমে দারুণ ইনিংস খেলেন সূর্যকুমার যাদব। ৩৯ বলে ৫ চার ও ২ ছক্কায় ৫১ রান করেন তিনি। এছাড়া তিলক ভর্মা করেন ৩০ বলে ৩৫ রান। শেষদিকে টিম ডেভিডের খেলা ৯ বলে ২০ রানের ক্যামিও ইনিংসে ৪ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় মুম্বাই।

এর আগে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করেন রাজস্থানের দুই ওপেনার জস বাটলার ও দেবদূত পাডিক্কাল। পঞ্চম ওভারে পাডিক্কেল সাজঘরে ফেরেন ১৫ রান করে। এরপর বেশিক্ষণ থিতু হনে পারেননি সাঞ্জু স্যামসনও। ১৬ রানে বিদায় নেন তিনি। তিনে নেমে বাটলারকে সঙ্গ দেন ড্যারিয়েল মিচেল। ৪১ বলে ৩৭ রানের জুটি গড়েন তারা।

১৭ রানে মিচেল বিদায় নিলে স্বরূপে ফেরেন বাটলার। ৫২ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৬৭ রানের ইনিংস খেলে ঋত্বিক শোকেনের শিকার হন তিনি। এরপর ৯ বলে ২১ রানের ক্যামিও ইনিংস খেলে রবিচন্দ্রন অশ্বিন। শেষদিকে এসে ভালো ব্যাট করতে পারেনি শিমরন হেটমায়ার। ১৪ বলে তার ৬ রানের ধীরগতির ইনিংসে ১৫৮ রানের সংগ্রহ পায় রাজস্থান।

বাংলাদেশ সময়: ০০৫৪ ঘণ্টা, মে ০১, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।