ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

মে দিবসে শ্রমিকদের প্রতি সাকিবের শ্রদ্ধা ও কৃতজ্ঞতা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, মে ১, ২০২২
মে দিবসে শ্রমিকদের প্রতি সাকিবের শ্রদ্ধা ও কৃতজ্ঞতা

আজ পহেলা মে। বিশ্বজুড়ে এদিন শ্রমিক দিবস পালিত হয়।

শ্রম দিয়ে যারা সভ্যতাকে বাঁচিয়ে রাখে, তাদেরকে উৎসর্গ করেই পালিত হয় দিবসটি। এই বিশেষ দিনে শ্রমিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।

মে দিবসে সাকিব মিরপুরের মাঠকর্মীদের অক্লান্ত পরিশ্রমের কথা উল্লেখ করে তাদের শ্রদ্ধা জানান। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে সাকিব লিখেন, 'অক্লান্ত পরিশ্রমে আমাদের মাঠকর্মীরা নিশ্চিত করেন মাঠের প্রস্তুতি ও অন্যান্য সকল সুযোগ-সুবিধা। যার ফলে, আমরা খেলতে পারি কোন প্রকার চিন্তা ছাড়া। আন্তর্জাতিক শ্রমিক দিবসে মাঠকর্মী সহ পৃথিবীর সকল কর্মজীবী মানুষের জন্য থাকলো শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। '

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, মে ০১, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।