ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

মোহামেডানে সালমা-রুমানা, আবাহনীতে জাহানারা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, মে ১১, ২০২২
মোহামেডানে সালমা-রুমানা, আবাহনীতে জাহানারা

দুই মৌসুম পর আগামী ২০ মে মাঠে গড়াবে মেয়েদের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কার্যালয়ে দলবদল সম্পন্ন হয়েছে।

মোহামেডানে সালমা খাতুন ও আবাহনীতে জাহানারা আলম থেকে যাচ্ছেন।

গত আসরে পারিশ্রমিক নিয়ে জটিলতা হওয়ায় শেখ রাসেল স্পোর্টস ডেভেলপমেন্ট একাডেমি ছেড়ে মোহামেডানে নাম লিখিয়েছেন অলরাউন্ডার রুমানা আহমেদ। গতবারের মতো এবারও লিগের অন্যতম দামি ক্রিকেটার তিনি। পারিশ্রমিক প্রায় ৭ লাখ টাকা।

ঢাকা লিগে সবচেয়ে বেশি শিরোপাজয়ী মোহামেডানে আরও আছেন শারমিন আক্তার সুপ্তা, সাথিরা জাকির জেসি, শায়লা শারমিনের মতো জাতীয় দলে খেলা ক্রিকেটার। সালমা-রুমানার মতো দুজন অলরাউন্ডার থাকায় এবারও ফেবারিট তকমা পাচ্ছে ক্লাবটি।

তাদের চিরপ্রতিদ্বন্দী আবাহনীতে পেসার জাহানারার পাশাপাশি রয়েছে লেগ স্পিনার ফাহিমা খাতুন। রুপালি ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে খেলবেন বাংলাদেশের ওয়ানডে ও টি-টুয়েন্টি অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তার সঙ্গী ইনফর্ম টপঅর্ডার ব্যাটার ফারজানা হক পিংকি।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন খেলাঘর সমাজ কল্যাণ সমিতিতে খেলবেন জাতীয় দলের দুই ক্রিকেটার লতা মন্ডল ও রিতু মনি। ওয়ানডে বিশ্বকাপ খেলে আসা দলের ওপেনার মুর্শিদা খাতুন খেলবেন শেখ রাসেলে। তার সঙ্গে আছেন জাতীয় দলের আরেক ক্রিকেটার সোবহানা মোস্তারি।

প্রত্যাশিত পারিশ্রমিক না মেলায় দলবদল করেননি বিশ্বকাপ দলের আরেক ওপেনার শামীমা সুলতানা। এ উইকেটরক্ষক-ব্যাটারকে নিতে পারে মোহামেডান।

এ মৌসুমেই প্রথম বিভাগ লিগ খেলা ১৫ ক্রিকেটারকে প্রিমিয়ার লিগ খেলার সুযোগ দিচ্ছে বিসিবি। সাধারণত এক মৌসুমে দুটি লিগ খেলার নিয়ম নেই। এবারের আসরে অংশ নিচ্ছে ১২ দল। বিকেএসপিতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। করোনার কারণে ২০২০ ও ২০২১ সালে লিগ হয়নি।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, মে ১১, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।