ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

লাইভ অনুষ্ঠানে ইমাম-উল-হককে বিয়ের প্রস্তাব! 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, মে ১১, ২০২২
লাইভ অনুষ্ঠানে ইমাম-উল-হককে বিয়ের প্রস্তাব! 

ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন ইমাম-উল-হক। কিছুদিন আগে ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজে করেছেন যথাক্রমে ৩৭০ ও ২৯৮ রান।

মাঠের ২২ গজে বোলারদের বিপক্ষে দাপট দেখালেও এক কমেডি শোতে এই পাকিস্তানি ওপেনারকে বিব্রতকর অবস্থার মধ্যে ফেললেন এক তরুণী

সম্প্রতি পাকিস্তানের জিও নিউজের কমেডি শো 'হাসনা মানা হ্যায়'-এর লাইভে ওই নারী ভক্ত ইমাম-উল-হককে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়ে বসেন। বাঁহাতি ওপেনারকে উদ্দেশ্য করে তিনি বলেন, 'আপনি কি আমাকে বিয়ে করবেন?' 

জবাবে ইমাম বলেন, 'কী বলা উচিত আমার?' 

ওই নারী তখন বলেন, 'প্লিজ না বলবেন না, আমি আপনার সব করতে পারি। '

এবার জবাবে ইমাম বলেন, 'আপনাকে আমার মায়ের কাছে যেতে হবে। '

ইমামের কথা মেনে নিয়ে নিয়ে ওই নারী বলেন, 'ঠিক আছে, আমি যাব। '

দুজনের এমন মজার কথোপকথনে অনুষ্ঠানে উপস্থিত দর্শকরা হাসির পাশাপাশি করতালি দিয়ে স্বাগত জানান তাদের।  

তবে এরপর নিজের বিয়ের পরিকল্পনা নিয়ে ইমাম বলেন, 'আপাতত আমার বিয়ে করার কোনো পরিকল্পনা নেই। হয়তো এখন থেকে বছর দেড়েক পরে আমাকে বিয়ের পিঁড়িতে দেখতে পাবেন। আমার সব মনোযোগ এখন ক্রিকেটে। তবে আগে বাবর আজম (পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক) বিয়ে করুক, তারপর আমি বিয়ের কথা ভেবে দেখবো। '

এবারও দর্শকদের তরফ থেকে হাসির রোল ওঠে। ওই মুহূর্তের ভিডিও এরইমধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। ইমাম-উল-হকের বিয়ের প্রস্তাব পাওয়া ও এরপর তার বুদ্ধিদীপ্ত জবাবের প্রশংসা করছেন অনেকে।  

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, মে ১১, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।