ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

রাজস্থানকে হারিয়ে নকআউটের আশা জিইয়ে রাখলো দিল্লি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৬ ঘণ্টা, মে ১২, ২০২২
রাজস্থানকে হারিয়ে নকআউটের আশা জিইয়ে রাখলো দিল্লি

বিফলে গেল রবিচন্দ্রন অশ্বিনের ফিফটি। বরং দুই অজি ব্যাটার ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শের দারুণ জুটিতে রাজস্থান রয়্যালসকে হারিয়ে নক আউট পর্বে উঠার আশা জিইয়ে রাখলো দিল্লি ক্যাপিটালস।

এবারের আইপিএলের ৫৮তম ম্যাচে আজ বুধবার মুম্বাইয়ে ৮ উইকেটের জয় পেয়েছে দিল্লি। প্রথমে ব্যাট করতে নেমে মাঝারি সংগ্রহ প্রায় রাজস্থান। ফের একবার মোস্তাফিজুর রহমানকে ছাড়াই খেলতে নামা দিল্লি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের জোরে ১৬০ রানে থামিয়ে দেয় রাজস্থানকে। ৬ উইকেট হারিয়ে পাওয়া এই সংগ্রহকে ডিফেন্ড করতে পারেননি রাজস্থানের বোলাররা। ২ উইকেট হারিয়েই জয় তুলে নেয় দিল্লি।  

শুরুতে ব্যাট করতে নামা রাজস্থানের হয়ে ব্যাট হাতে ৩৮ বলে ৪ চার ও ২ ছক্কায় ৫০ রান করেন অশ্বিন। আর দেবদূত পাডিক্কাল ৩০ বলের মোকাবিলায় করেন ৪৮ রান। এছাড়া দলের বাকিদের আর কেউ বলার মতো রান পাননি।

বল হাতে দিল্লির চেতন সাকারিয়া, মিচেল মার্শ ও এনরিখ নরকিয়া প্রত্যেকে ২টি করে উইকেট নিয়েছেন।

জবাবে শুরুটা ভালো হয়নি দিল্লির। ওপেনার শ্রীকর ভরত রানের খাতা খোলার আগেই বিদায় নেন। এরপর জুটি গড়েন ওয়ার্নার ও মার্শ। যুজবেন্দ্র চাহালের বলে আউট  হওয়ার আগে মার্শ ৬২ বলে ৮৯ রানের দারুণ এক ইনিংস খেলেন। ৫ চার ও ৭ ছক্কায় সাজানো অজি অলরাউন্ডারের ইনিংসটি। আর ওয়ার্ন ৪১ বলে ৫২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। অধিনায়ক ঋষভ পন্থ ৪ বলে ১৩ রানে অপরাজিত থাকেন।

এই নিয়ে ১২ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে পাঁচে অবস্থান দিল্লির। সমান ম্যাচে ২ পয়েন্ট বেশি নিয়ে চারে আছে রাজস্থান।

বাংলাদেশ সময়: ০০৩৩ ঘণ্টা, মে ১২, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।