ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

নারীদের আইপিএলে যাচ্ছেন সালমা-সুপ্তা, নেই জাহানারা

স্টাফ করসপেনডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, মে ১২, ২০২২
নারীদের আইপিএলে যাচ্ছেন সালমা-সুপ্তা, নেই জাহানারা

গত আসরে বাংলাদেশের প্রতিনিধি ছিলেন দুই জন। সালমা খাতুন ও জাহানারা আলম খেলেছিলেন নারীদের আইপিএল নামে পরিচিত উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জে।

তবে এবার আগ্রহের তালিকায় নেই জাহানারা।

 

আগের আসরে খেলা সালমা খাতুনকেই প্রথমে চেয়েছিল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। পরে আগ্রহের তালিকায় যোগ হয়েছেন ব্যাটার শারমিন আক্তার সুপ্তা। এ দুজনকে অনাপত্তিপত্র দিচ্ছে বিসিবি, বিষয়টি বাংলা নিউজকে নিশ্চিত করেছেন বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল ইসলাম চৌধুরী নাদেল।

 

তিনি বলেছেন, ‘প্রথমে শুধু সালমার ব্যাপারে আগ্রহ দেখিয়ে যোগাযোগ করেছিল আমাদের সঙ্গে। তবে এখন তারা আবার সুপ্তাকে চেয়েছে। আমরা দুজনকেই ইতোমধ্যে অনাপত্তিপত্র দিয়ে দিয়েছি। এখন তারা কে কোন দলে খেলবে এটা বিসিসিআই ঠিক করবে। ’

 

চলতি মাসেই পুনেতে বসছে এবারের উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ। আগামী ২৩ থেকে ২৮ মে মাঠে গড়াবে এবারের আসর। আগেরবার সালমা খেলেছেন ট্রেইলব্লেজার্সের হয়ে। জাহানারার ঠিকানা ছিল ভেলোসিটি, এবার অবশ্য তাকে নিয়ে আগ্রহ দেখায়নি বিসিসিআই।

বাংলাদেশ সময় ১০৩৫ ঘণ্টা, মে ১২, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।