ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

শ্রীলঙ্কার মানুষের জন্য ভালো ফল করতে চান করুণারত্নে

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, মে ১৩, ২০২২
শ্রীলঙ্কার মানুষের জন্য ভালো ফল করতে চান করুণারত্নে

স্মরণকালের সবচেয়ে ভয়াবহ সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। অর্থনৈতিকভাবে দেউলিয়া হওয়ার পর এখন দেশটিতে চলছে বিক্ষোভ।

এর মধ্যেই বাংলাদেশে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এসেছেন লঙ্কান ক্রিকেটাররা।  

আগামী ১৫মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম ম্যাচ। শুক্রবার সংবাদ সম্মেলনে এসেছিলেন শ্রীলঙ্কান অধিনায়ক দিমুথ করুণারত্নে। তিনি জানিয়েছেন, আপাতত তাদের পুরো মনোযোগটা ক্রিকেটেই।  

করুণারত্নে বলেছেন, ‘সবাই জানে কী হচ্ছে। আমরা এখানে ক্রিকেট খেলতে এসেছি আর এটাই একমাত্র জিনিস যে আমরা ক্রিকেটেই মনোযোগ দিচ্ছি। আমরা কেবল ভালো একটা ফল আনতে পারি দেশে থাকা জনগণের জন্য। ’

বাংলাদেশের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান খেলবেন কি না, এ নিয়ে দুটানা এখনও কাটেনি। কয়েকদিন আগে করোনা আক্রান্ত হলেও এখন সুস্থ হয়ে গেছেন তিনি, খেলতে পারেন চট্টগ্রাম টেস্টেও। যদিও বাংলাদেশের হেড কোচ রাসেল ডমিঙ্গো জানিয়েছেন, শতভাগ ফিট না হলে খেলবেন না সাকিব। তবে তাকে নিয়ে করা পরিকল্পনার কথা মনে করিয়ে দিয়েছেন করুণারত্নে।

তিনি বলেছেন, ‘সাকিব যখন ওখানে ছিল তাকে নিয়ে আমাদের একটা পরিকল্পনা ছিল সুতরাং তাকে নিয়ে আমাদের পরিকল্পনা আছেও। সে বিশ্বসেরা অলরাউন্ডার সুতরাং অন্যদের নিয়েও আমরা ধাপে ধাপে পরিকল্পনা রেখেছি। আমরা আমাদের সেরাটাই দেওয়ার চেষ্টা করবো এবং দেখা যাক কি হয়। ’

‘আমি মনে করি শ্রীলঙ্কাতে আমরা ভালোভাবে প্রস্তুতি নিয়েছি কয়েক সপ্তাহ ধরে। কন্ডিশন প্রায় একই রকম তাই আমি মনে করি প্রস্তুতি ম্যাচ খুব বেশি পার্থক্য গড়ার কথা না। আমরা এখানেও বেশ ভালোভাবে প্রস্তুতি নিয়েছি এবং সিরিজের জন্য ভালোভাবে প্রস্তুত। ’

বাংলাদেশ সময় : ১৯৪২ ঘণ্টা, মে ১৩, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।