ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

ম্যাথিউস-চান্দিমালের ব্যাটে এগোচ্ছে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, মে ১৬, ২০২২
ম্যাথিউস-চান্দিমালের ব্যাটে এগোচ্ছে শ্রীলঙ্কা

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কাকে এগিয়ে নিচ্ছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস ও দিনেশ চান্দিমাল। দিনের শুরুতেই দারুণ সুযোগ হারায় বাংলাদেশ।

খালেদ আহমেদের বলে খোঁচা মারতে গিয়ে ম্যাথিউসের ব্যাট ছুঁয়ে বল যায় লিটন দাসের হাতে। তবে বুঝতে পারেনি কেউই। এরপর ২০৮ বলে শতরানের জুটি পূর্ণ করেন ম্যাথিউস-চান্দিমাল।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ১০৭ ওভারে ৪ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ২৯৫ রান। ম্যাথিউস ১৩৫ ও চান্দিমাল ৫০ রানে অপরাজিত আছেন।

এর আগে প্রথম দিন শেষে স্বাগতিকদের বিপক্ষে ৪ উইকেট হারিয়ে ২৫৮ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। অ্যাঞ্জেলো ম্যাথিউস ১১৪ ও চান্দিমাল অপরাজিত ছিলেন ৩৪ রান করে। বাংলাদেশের পক্ষে নাঈম হাসান দুই আর তাইজুল ইসলাম ও সাকিব আল হাসান নিয়েছেন একটি করে উইকেট।

বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, মে ১৬, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।