ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

বৃষ্টি বিঘ্নিত দিনে পথ দেখাচ্ছেন মুশফিক-লিটন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, মে ১৮, ২০২২
বৃষ্টি বিঘ্নিত দিনে পথ দেখাচ্ছেন মুশফিক-লিটন

চট্টগ্রাম টেস্টে বাগড়া দিতে পারে বেরসিক বৃষ্টি তা আগে থেকেই জানানো হয়েছিল। তবে প্রথম তিন দিন বেশ ভালো ভাবেই কেটেছে।

আজ চতুর্থ দিনে বৃষ্টির কারণে আধঘণ্টা দেরি করে ম্যাচ শুরু হয়েছে। ভেজা আউটফিল্ডের কারণে ঠিক সময়ে ম্যাচ শুরু করা সম্ভব হয়নি।

শ্রীলঙ্কা প্রথম ইনিংসে অলআউট হয়েছিল ৩৯৭ রানে। জবাবে তৃতীয় দিন শেষে ৩ উইকেটে ৩১৮ রান করে বাংলাদেশল। আজ চতুর্থ দিনে ব্যাট করতে নেমেছেন দুই অপারাজিত ব্যাটসম্যান মুশফিকুর রহিম এবং লিটন দাস। বেশ বুঝে শুনে খেলে দলকে এগিয়ে নিচ্ছেন এই দুই ব্যাটসম্যান।  

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, ১৮ মে ২০২২
এআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।