ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মুশফিকের পাঁচ হাজার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, মে ১৮, ২০২২
মুশফিকের পাঁচ হাজার

শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ এক মাইলফলকে পৌছেছেন মুশফিকুর রহিম। টেস্টে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে পাঁচ হাজার রানের ক্লাবে প্রবেশ করেছেন মিস্টার ডিপেন্ডেবল।

চট্টগ্রাম টেস্ট শুরুর আগে মুশফিকের টেস্টে রান ছিল ৪৯৩২। পাঁচ হাজার রানের জন্যে প্রয়োজন ছিল ৬৮ রান। টেস্টের চুতর্থ দিনে লিটন দাসের সঙ্গে বুঝে শুনে ব্যাট করতে থাকেন, আগের দিন ৫৩ রানে অপরাজিত থাকা মুশফিক। বৃষ্টিবিঘ্নিত দিনে ম্যাচের ১২২ তম ওভারে পাঁচ হাজাররান পূর্ণ করেন। ১৮৪ বলে ৭০ রানে অপরাজিত আছেন মুশফিক।

এই পাঁচ হাজার রানের পথে ৭টি সেঞ্চুরি, ২৬ টি হাফ সেঞ্চুরি করেছেন মুশফিক। রয়েছে তিনটি ডাবল সেঞ্চুরির ইনিংসও।  

একই মাইলফলকের হাতছানি তামিম ইকবালের সামনেও। এই টেস্ট শুরুর আগে তামিমের টেস্ট রান ছিল ৪৮৪৮। অর্থাৎ ১৫২ করলেই পাঁচ হাজার রানের ক্লাবে প্রবেশ করতে পারতেন তিনি। সেই পথেই হাটছিলেন তামিম। ১৩৩ রানে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠের বাইরে চলে যান তিনি। নাহলে হয়তো মুশফিকের আগেই পাঁচ হাজার রান পূরণ করতে পারতেন তামিম।

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, ১৮ মে ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।