ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

ইনজুরিতে ঢাকা টেস্ট থেকে ছিটকে গেলেন নাঈম

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, মে ২০, ২০২২
ইনজুরিতে ঢাকা টেস্ট থেকে ছিটকে গেলেন নাঈম ফাইল ছবি

দেড় বছর পর ফিরেছিলেন একাদশে। ফিরেই নিজের জাতও চেনান নাঈম হাসান।

শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ পুরস্কার জেতেন তিনি। এমন পারফরম্যান্সের পর ঢাকা টেস্টের একাদশেও তার থাকার কথা ছিল, কিন্তু ইনজুরি ছিটকে দিল স্কোয়াড থেকেই।

চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে ফিল্ডিং করতে গিয়ে ব্যথা পান নাঈম। লঙ্কান অধিনায়ক দিমুথ করুণারত্নের ড্রাইভ শট ঠেকাতে গিয়ে আঘাত পেয়েছিলেন, এরপর সেটা নিয়েই পঞ্চম দিনও বোলিং করেছিলেন তিনি। পরে এক্সরেতে ধরা পড়ে, আঙুল ভেঙে গেছে তার।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৬ উইকেট নেন নাঈম। দ্বিতীয় ইনিংসে ২৩ ওভার বল করেও অবশ্য উইকেটের দেখা পাননি।

নাঈমই প্রথম নন, এর আগে ওই টেস্ট চলাকালীন চোট পান পেসার শরিফুল ইসলাম। ঢাকা টেস্ট তো বটেই, আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরেও তাকে পাওয়া নিয়ে সংশয় আছে।

একনজরে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলি চৌধুরী, তাইজুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম, নুরুল হাসান সোহান এবং মোসাদ্দেক হোসেন সৈকত।

বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, মে ২০, ২০২২
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।