ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

নিউজিল্যান্ড দলে করোনার হানা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, মে ২০, ২০২২
নিউজিল্যান্ড দলে করোনার হানা

নিউজিল্যান্ড শিবিরের কোচ এবং খেলোয়াড় সহ তিন জন করোনা পজেটিভ হয়েছেন। ইংল্যান্ড সফরে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন তারা।

করোনা আক্রান্ত দুই ক্রিকেটার হলেন হেনরি নিকোলাস এবং ব্লোয়ার টিকনার। এছাড়া বোলিং কোচ শেন জার্গেনসনও করোনা পজেটিভ হয়েছেন।

কোভিড-১৯ পজিটিভ হওয়া নিউজিল্যান্ড শিবিরের তিনজনকে আইসোলেশনে পাঠানো হয়েছে। তবে সফরকারী দলের বাকি সদস্যরা করোনা নেগেটিভ হয়েছেন।

ফলে ব্রাইটনে সাসেক্সের বিপক্ষে নিউজিল্যান্ড দলের প্রস্তুতি ম্যাচটি যথাসময়েই মাঠে গড়াবে বলে জানিয়েছে কিউই ম্যানেজম্যান্ট। তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামী ২ জুন লর্ডসে।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ান জার্গেনসন আগে বাংলাদেশের  বোলিং কোচ হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। পরে হেড কোচ হিসেবেও নিয়োগ পেয়েছিলেন। আড়াই বছর টাইগারদের সঙ্গে ছিলেন তিনি।

বাংলাদেশ সময় ১৭৪৬ ঘণ্টা, ২০ মে ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।