ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ সোহানের

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪১ ঘণ্টা, মে ২০, ২০২২
বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ সোহানের ছবি: শোয়েব মিথুন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ১৫ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষস্থান নিশ্চিত করে ক্লাবটি।

এই উপলক্ষ্যে শুক্রবার (২০ মে) শিরোপা উৎযাপনের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে এসে বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানিয়েছেন শেখ জামালের হয়ে খেলা ক্রিকেটার নুরুল হাসান সোহান।  

অনুষ্ঠানে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের সভাপতি ও বসুন্ধরা গ্রুপের ভাইস-চেয়ারম্যান সাফওয়ান সোবহান জানান, গত কয়েক বছরের চেষ্টার ফল পেয়েছেন তারা। তিনি বলেন, ‘আমি শেখ জামালের সবগুলো ম্যাচ দেখেছি। প্রতিটা ম্যাচই আমার জন্য বিশেষ। গত পাঁচ বছর ধরে আমরা একটা চ্যাম্পিয়ন দল বানানোর চেষ্টা করছিলাম, অবশেষে এই বছর আমরা সাফল্য পেয়েছি। ক্লাবের সভাপতি হিসেবে, আমি এই সাফল্যে খুব খুশি। আমাদের ক্রিকেট ও ফুটবল দলের পরিচালকরা ভীষণ কঠোর পরিশ্রম করেছেন আর এখন তার ফলটা পেয়েছি। ’

অনুষ্ঠানে পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানিয়ে ক্রিকেট তারকা সোহান বলেছেন, ‘আমি বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ দিতে চাই তাদের ধারাবাহিক সমর্থনের জন্য। আমি এই দলটাতে (শেখ জামাল) গত চার-পাঁচ বছর ধরে খেলছি। আমার মনে হয় এই ফলটা দলের খেলোয়াড়, কোচ, অফিশিয়াল ও মালিকের যৌথ প্রচেষ্টার ফল। আমি আশা করি আগামী বছরগুলোতেও আমরা একই ধরনের সমর্থন পাবো আর শেখ জামাল তাদের ভালো পারফরম্যান্স ধরে রাখবে। ’

শেখ জামালের হয়ে শিরোপা জিতে খুশি জাতীয় দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। তিনি বলেছেন, ‘আমি শেখ জামালের হয়ে ১০ বছর আগে এক বা দুই সিজন খেলেছি। ৫০ ওভারের ডিপিএল টুর্নামেন্ট এই প্রথম জিতলাম, আমি সত্যিই অনেক খুশি। ’

দলের কোচ সোহেল ইসলাম বলেছেন, ‘যখন আমরা এই দলটা বানাই। আমরা ভেবেছি যদি এই খেলোয়াড়রা তাদের সেরাটা খেলতে পারে আমরা তাহলে টুর্নামেন্ট জিততে পারব। আর এটা শেষ পর্যন্ত হয়েছে। ’

বাংলাদেশ সময়: ২৩৪১ ঘণ্টা, মে ২০, ২০২২
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।