ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

হজে যাবেন মুশফিক, থাকছেন না ওয়েস্ট ইন্ডিজ সফরে

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, মে ২১, ২০২২
হজে যাবেন মুশফিক, থাকছেন না ওয়েস্ট ইন্ডিজ সফরে


শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টেই পেরিয়েছিলেন পাঁচ হাজার রানের মাইলফলক, পেয়েছিলেন সেঞ্চুরিও। মুশফিকুর রহিম বার্তা দিয়েছেন রানে ফেরার।

তবে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলবেন না তিনি, ওই সময় হজে যাবেন এই উইকেটরক্ষক ব্যাটার।

ওয়েস্ট ইন্ডিজ সফরে তার না খেলার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র। পরে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও ক্রিকবাজকে জানিয়েছেন মুশফিকের ছুটি মঞ্জুরের বিষয়টি।

ইতোমধ্যেই দুই পেসার শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদের ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট না খেলা নিশ্চিত হয়েছে। এবার মুশফিকও না থাকলে বড় একটা ধাক্কাই খাবে বাংলাদেশ।

প্রাথমিক সূচি অনুযায়ী টেস্ট আগামী ১৬ ও ২৪ জুন দুই টেস্ট হবে যথাক্রমে ডমিনিকা আর সেন্ট লুসিয়ায়। এরপর ২, ৩ ও ৭ জুলাই অনুষ্ঠিত হবে ম্যাচ তিন টি-টোয়েন্টি ম্যাচ। প্রথম দুই ম্যাচ হবে ডমিনিকায়, শেষ ম্যাচ হবে গায়ানায়। আগামী ১০, ১৩ ও ১৬ জুলাই তিন ওয়ানডে হবে গায়ানায়।

বাংলােদশ সময়: ১১০০ ঘণ্টা, ২১ মে ২০২২
এমএইচবি/এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।