ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

আরও একদিন বিশ্রামে বাংলাদেশ-শ্রীলঙ্কা

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, মে ২১, ২০২২
আরও একদিন বিশ্রামে বাংলাদেশ-শ্রীলঙ্কা ফাইল ফটো।


পাঁচ দিন তীব্র গরমের মধ্যে টেস্ট ম্যাচ খেলেছেন। ক্লান্তি কতটা- সেটা ভালোই টের পাওয়ার কথা বাংলাদেশ ও শ্রীলঙ্কার ক্রিকেটারদের।

বৃহস্পতিবার টেস্ট শেষ করে শুক্রবার সকালে ঢাকায় ফেরেন দুই দলের ক্রিকেটাররা।

এদিন কোনো অনুশীলন করেননি তারা। সূচি অনুযায়ী শনিবার অনুশীলন করার কথা ছিল শ্রীলঙ্কা ও বাংলাদেশ দলের ক্রিকেটারদের। তবে এদিনও বিশ্রামেই কাটানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী ২৩ মে (সোমবার) মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হওয়ার কথা সিরিজের দ্বিতীয় টেস্ট। এই ম্যাচ খেলে ২৮ মে দেশের ফেরার কথা রয়েছে দিমুথ করুণারত্নেদের।

এর আগে চট্টগ্রামে প্রথম টেস্টে টস জিতে ব্যাট করে প্রথম ইনিংসে ৩৯৫ রান করে শ্রীলঙ্কা। তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের জোড়া সেঞ্চুরিতে ৪৬৫ রানে থামে বাংলাদেশের ইনিংস। নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা ২৬০ রান জমা করলে ড্র মেনে নেন দুই দলের অধিনায়ক।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, ২১ মে ২০২২
এমএইচবি/এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।