ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

উইন্ডিজ সফরের টেস্ট সিরিজে মোস্তাফিজকে চায় বিসিবি

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, মে ২১, ২০২২
উইন্ডিজ সফরের টেস্ট সিরিজে মোস্তাফিজকে চায় বিসিবি

প্রায় সাত বছরের ক্যারিয়ারে সব মিলিয়ে কেবল ১৪ টেস্ট খেলেছেন মোস্তাফিজুর রহমান। এই ম্যাচগুলোতে তিনি নিয়েছেন ৩০ উইকেট।

কখনোই টেস্ট ক্রিকেট নিয়ে আগ্রহ দেখা যায়নি এই পেসারের। তবে সম্প্রতি তার এই ফরম্যাটে খেলার বিষয়টি বেশ জোরেশোরেই আলোচনায়।

বিশেষত দলের মূল দুই বোলার শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ ইনজুরিতে ছিটকে যাওয়ায় মোস্তাফিজকে চাইছে বিসিবি। কয়েক দিন পরই ওয়েস্ট ইন্ডিজে পূর্নাঙ্গ সিরিজ খেলতে যাবে বাংলাদেশ দল। অন্তত এই সিরিজে মোস্তাফিজ যেন টেস্ট খেলেন, এই আবদার নিয়ে আইপিএলে ব্যস্ত এই ক্রিকেটারকে ইতোমধ্যে চিঠি দিয়েছে বিসিবি।

শনিবার মিরপুরে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনূস বলেন, ‘এটা তো পরিষ্কার যে আমরা চাচ্ছি মোস্তাফিজ খেলুক টেস্টে, অন্তত ওয়েস্ট ইন্ডিজে। আমরা তাকে জানিয়েছি যে আমরা তোমাকে চাই, তো দেখা যাক কী বলে। এটা কালকের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। আপনারা আগামীকাল দল পাবেন, কালকের মধ্যে হয়তো ওয়েস্ট ইন্ডিজ সফরের দল দিয়ে দেবেন নির্বাচকরা। সেখানে বুঝতে পারবেন। ’

'আমরা বলেছি তাকে খেলতে, মোস্তাফিজ তো চাচ্ছিলো না খেলতে। আমরা বলেছি কারণ...দেখেন আমাদের দুই ফ্রন্ট লাইন বোলার নাই। খুব গুরুত্বপূর্ণ দুইটা বোলার নাই। আমরা মনে করি মোস্তাফিজের সেবা খুবই গুরুত্বপূর্ণ এখানে। তার সমর্থনটা অনেক দরকার। আমরা তাকে জানিয়েছি, সে নির্বাচকদের সঙ্গে যোগাযোগ করেছে। কালকে দল দিলে আপনারা জানতে পারবেন। ’

বিসিবিকে কী বলেছেন মোস্তাফিজ? এ নিয়ে জালাল ইউনূস বলেন, ‘তার যুক্তি হল সে ওখানে (আইপিএলে) আছে দুই মাস ধরে। বলছে তার লম্বা একটা সময় চলে যাচ্ছে। এখানে তার সময় নিয়ে নিচ্ছে বেশি। ফিজিক্যালি সে হয়তো বলতে পারে ফিট না। তো যাই হোক, আমরা বলেছি তুমি আসো দেখা যাক কি করা যায়। সে হয়তো খেলতেও পারে। আসুক, কালকের মধ্যে...আজকে হয়তো নির্বাচকদের সঙ্গে তার কথা হবে। আর এর ফল হয়তো আপনারা কালকে জেনে যাবেন। ’

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, মে ২১, ২০২২
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।