ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

হাসপাতালে কুশল মেন্ডিস

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, মে ২৩, ২০২২
হাসপাতালে কুশল মেন্ডিস ছবি: শোয়েব মিথুন

বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে ম্যাচ চলাকালীন মাঠেই লুটিয়ে পড়েছিলেন লঙ্কান উইকেটরক্ষক ব্যাটার কুশল মেন্ডিস। এরপর দুজন ধরে তাকে নিয়ে যাওয়া হয় মাঠের বাইরে।

পরে অ্যাম্বুলেন্সে করে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিসিবির একটি সূত্র।  

সূত্রটি জানায়, ‘কুশল মেন্ডিসকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। এখনই কিছু বলা যাচ্ছে না। চিকিৎসকের রিপোর্টের পর বিস্তারিত জানা যাবে। ’

ঢাকা টেস্টের প্রথম ইনিংসের ২৩তম ওভারে কাসুন রাজিথার হালকা টেনে করা ডেলিভারিটি ছেড়ে দেন মুশফিক। ওই বল ধরেন উইকেটরক্ষক নিরোশান ডিকভেলা। স্বাভাবিকভাবেই তিনি বলটি তুলে দিয়েছিলেন স্লিপে দাঁড়ানো মেন্ডিসের হাতে।

তবে একটু পরই বুকে হাত দিয়ে প্রথমে বসে পড়েন। খানিক পরই শুয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে দৌড়ে আসেন লঙ্কান ফিজিও। প্রাথমিক চিকিৎসায় সুফল না মেলায় কুশলকে নিয়ে যাওয়া হয় মাঠের বাইরে। এরপর অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়েছে তাকে, সেখানে পরীক্ষার পর নিশ্চিত করে জানা যাবে কী হয়েছে তার।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, মে ২৩, ২০২২
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।