ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশে দারুণ সময় কেটেছে : আইসিসির চেয়ারম্যান

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, মে ২৩, ২০২২
বাংলাদেশে দারুণ সময় কেটেছে : আইসিসির চেয়ারম্যান

দুই দিনের সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছেন আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে। এই প্রথম বাংলাদেশে এলেন তিনি।

এই সফরে দেশের ক্রিকেটের বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখেছেন বার্কলে।

বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্টের খেলাও দেখেছেন কিছুটা। সব মিলিয়ে দারুণ এক সফর কেটেছে, এমনটিই জানিয়েছেন আইসিসি চেয়ারম্যান। তাকে কৃতজ্ঞতা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও।

সংবাদ সম্মেলনে আইসিসি চেয়ারম্যান বলেছেন, ‘বাংলাদেশে দারুণ দুইটা দিন কেটেছে। আমি হোস্টদেরও ধন্যবাদ জানাতে চাই। খুবই ফলদায়ক সময় কেটেছে। আমি অনেককে দেখেছি, এটা আমার জন্য খুব কাজের ছিল। আমি অনেক কিছু নিয়ে আইসিসিতে ফিরব। ’

আইসিসি চেয়ারম্যানকে ধন্যবাদ জানিয়ে বিসিবি সভাপতি বলেছেন, ‘আমি আসলে বাংলাদেশ ক্রিকেট ও দেশের পক্ষ থেকে আইসিসি চেয়ারম্যানকে বাংলাদেশে আসার জন্য অনেক ধন্যবাদ। আইসিসি চেয়ারম্যানের কাজটা এখন খুবই ব্যস্ততার কাজ। ’ 

‘করোনার কারণে আরও কঠিন হয়ে গেছে। প্রতিদিন তাঁকে অনেক বিষয় নিয়ে কাজ করতে হয়। শুধু যে আইসিসি বোর্ডের মধ্যেই কাজ সীমাবদ্ধ নয়, প্রতিটা দেশেই কাজ বেড়ে গেছে। এত কিছুর মধ্যে কাজ করার জন্য সময়ের ব্যবস্থাপনা জরুরী। তাঁকে অনেক সফরও করা লাগে। তারপরও তিনি বাংলাদেশে এসেছেন। ’

আইসিসি চেয়ারম্যানের সঙ্গে অনেক বিষয়ে কথা হয়েছে বলেও জানান পাপন, ‘সময় কম হলেও আমরা অনেক ব্যাপারে কথা বলতে পেরেছি, আমরা কি কি করছি, কি করতে চাই, সেটা জানাতে পেরেছি। বাংলাদেশে এটা তাঁর প্রথম সফর। তাঁর এখন বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে ভালো ধারণা আছে। আমার মনে হয় এটা আমাদের অনেক সাহায্য করবে। ’

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ২৩ মে ২০২২
এমএইচবি/ এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।