ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

শূন্যে আউট হওয়া জয়-সাকিবকে ফেরানোর লড়াই সিডন্সের

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, মে ২৪, ২০২২
শূন্যে আউট হওয়া জয়-সাকিবকে ফেরানোর লড়াই সিডন্সের

পুরো দল তখনও মাঠে। আধঘণ্টা পরই ম্যাচ শুরু।

বাংলাদেশ-শ্রীলঙ্কা দুই দলের ক্রিকেটাররাই ওয়ার্ম-আপে ব্যস্ত। সাকিব আল হাসান হাঁটা ধরলেন ইনডোরের পথে। একটু পরই তার পেছন ধরলেন ব্যাটিং কোচ জেমি সিডন্সও।

ইনডোরে গিয়ে দেখা মিলল মাহমুদুল হাসান জয়ের। ঢাকা টেস্টের প্রথম ইনিংসে সাকিব-জয় দুজনেই আউট হয়েছেন ডাক মেরে। জয় দ্বিতীয় আর সাকিব ফিরেছেন প্রথম বলে। তাদের ফেরাতে তাই জেমির বাড়তি চেষ্টা।

নেটে গিয়ে জয়কে নিজেই বল থ্রু করলেন জেমি সিডন্স। রাজিথার লেন্থ বল বুঝে উঠতে না পেরেই যে আউট হয়েছিলেন এই উদ্বোধনী ব্যাটার। জয়ও মাঝ ব্যাটেই ডিফেন্ড করলেন, ম্যাচে যেটা পারেননি। যখনই ব্যর্থ হলেন; জেমি গিয়ে বলে দিলেন কী করতে হবে ঠিকঠাক খেলতে।

সাকিব আল হাসানকে বল করার জন্য নেটে হাজির হয়েছিলেন দুই পেসার শহিদুল ইসলাম ও রেজাউর রহমান রাজা। তারা কেউই ঢাকা টেস্টের একাদশে নেই। তাদের সঙ্গী হলেন থ্রোয়ার রমজান।

বেশির ভাগ বলই করতে দেখা গেল অফ স্টাম্প লাইনে। সাকিব বেশির ভাগ সময়ই ব্যস্ত থাকলেন কাট শট খেলতে। মাঝেমধ্যে এগিয়ে এসে কথা বললেন সিডন্সের সঙ্গে। অস্ট্রেলিয়ান কোচ বুঝিয়ে দিলেন কোন জায়গাটাতে কাজ করতে হবে। আধঘণ্টার অনুশীলন শেষে ফিরলেন সাকিব, জয়কে অবশ্য জেমি ছাড়লেন আরও পরে।

বাংলােদশ সময়: ১০৩৭ ঘণ্টা, ২৪ মে ২০২২
এমএইচবি/এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।