ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

লিটন ফিরলেন, শূন্য রানেই বিদায় মোসাদ্দেকের

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, মে ২৪, ২০২২
লিটন ফিরলেন, শূন্য রানেই বিদায় মোসাদ্দেকের

অবিশ্বাস্য জুটিতে প্রথম দিনে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছিলেন মুশফিকুর রহিম ও লিটন দাস। ২৪ রানে পাঁচ উইকেট হারানো বাংলাদেশ দিন শেষ করে ২৭৭ রানে।

দ্বিতীয় দিনে তাদের কাছে ভালো কিছুর প্রত্যাশা ছিল। কিন্তু নিজের ইনিংসটাকে লম্বা করতে পারেননি লিটন। দ্বিতীয় দিনে খেলতে নেমে ৬ রান যোগ করেই সাজঘরে ফেরেন তিনি।

রাজিথার লেন্থ বলে খোঁচ মারেন লিটন। স্লিপে দাঁড়ানো কুশল মেন্ডিসের হাতে তুলে দেন ক্যাচ। ১৬ চার ও ১ ছক্কায় ২৪৬ বলে ১৪১ রান করে সাজঘরে ফেরত যান লিটন। ভেঙে যায় মুশফিকের সঙ্গে তার ২৭২ রানের জুটি।

এরপর ক্রিজে আসেন তিন বছর পর দলে ফেরা মোসাদ্দেক হোসেন। ৩ বল খেলে কোনো রান না করেই আউট হন তিনি। লাজিথার লেন্থ বল তিনিও উইকেটের পেছনে ডিকভেলার হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ২২৪ রান করেছে বাংলাদেশ। মুশফিক ১৫৬ ও তাইজুল অপরাজিত আছেন ৮ রানে।

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, ২৪ মে ২০২২

এমএইচবি/ এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।