ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

ওশাদার ফিফটি, শ্রীলঙ্কার দারুণ শুরু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, মে ২৪, ২০২২
ওশাদার ফিফটি, শ্রীলঙ্কার দারুণ শুরু ছবি: শোয়েব মিথুন

সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে ৩৬৫ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করেন লঙ্কান দুই ওপেনার দিমুথ করুনারত্নে ও ওশাদা ফার্নান্দো।

৭৪ বলে ফিফটি পূর্ণ করেন ওশাদা। ১৩২ বলে ৮২ রানের জুটি গড়ে দ্বিতীয় সেশন শেষ করেন লঙ্কান দুই ওপেনার।  

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ৮৯ রান। বাংলাদেশ থেকে ২৭৫ রান পিছিয়ে আছে সফরকারীরা।

এর আগে দিন শুরু করা লিটন দাস মাত্র ৭ রান যোগ করতেই উইকেট হারান। ১৬ চার ও ১ ছক্কায় ২৪৬ বলে ১৪১ রান করে সাজঘরে ফেরত যান লিটন। ভেঙে যায় মুশফিকের সঙ্গে তার ২৭২ রানের জুটি। এরপর ব্যাট করতে নেমে বেশিক্ষণ থিতু হতে পারেননি মোসাদ্দেক হোসেন (০), তাইজুল ইসলাম (১৫) খালেদ আহমেদ (০) ও এবাদত হোসেন (০)। একপ্রান্ত আগলে রাখা মুশফিকের অপরাজিত ১৭৫ রানে ভর করে ৩৬৫ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

শ্রীলঙ্কার পক্ষে একাই ৫ উইকেট শিকার করেন কাসুন রাজিথা। ৪ উইকেট তুলে নেন আসিথা ফার্নান্দো।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, মে ২৪, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।