ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

নির্বিষ বোলিংয়ে উইকেটহীন প্রথম ঘণ্টা

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৯ ঘণ্টা, মে ২৬, ২০২২
নির্বিষ বোলিংয়ে উইকেটহীন প্রথম ঘণ্টা

তৃতীয় দিন বিকালের টার্ন আর বাউন্স আশা জাগিয়েছিল। দুর্দান্ত বোলিং করেছিলেন সাকিব আল হাসান ও এবাদত হোসেন।

কিন্তু চতুর্থ দিন সকালে নির্বিষ বোলিং করলেন বাংলাদেশের বোলাররা।

আগের দিন পুরো এক সেশন বৃষ্টিতে ভেসে গিয়েছিল। তাই আজ বৃহস্পতিবার (২৬ মে) খেলা শুরু হয় আধঘণ্টা আগে। প্রথম এক ঘণ্টায় সেভাবে কোনো সুযোগ তৈরি করতে পারেননি বাংলাদেশের বোলাররা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ৩৩৩ রান করেছে সফরকারীরা। অ্যাঞ্জেলো ম্যাথিউস ১৯৭ বলে ৮১ ও দিনেশ চান্ডিমাল ৮১ বলে করেছেন ৩৮ রান।

দ্বিতীয় দিন শেষ বিকেলে খেলতে নামা শ্রীলঙ্কার দুই উইকেট ওইদিনই তুলে নেয় বাংলাদেশ। ২ উইকেটে ১৪৩ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে তারা। এ দিন তিন উইকেট হারিয়ে ১৩৯ রান সংগ্রহ করে তারা।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, ২৬ মে ২০২২
এমএইচবি / এআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।