ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

সাকিবের প্রশ্ন, আমার নাম নেই?

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, মে ২৬, ২০২২
সাকিবের প্রশ্ন, আমার নাম নেই? ছবি: শোয়েব মিথুন

সকাল থেকেই সাকিব আল হাসান আজ ছিলেন দারুণ মুডে। বেশির ভাগ সময়ই গ্যালারির কাছে ফিল্ডিং করেছেন।

স্কুলের কিশোররা ‘সাকিব ভাই’ বলে যখনই চিৎকার করেছেন, বেশির ভাগ সময়ই হাত নাড়িয়ে তাদের জবাব দিয়েছেন। একবার তো ছুড়ে দিয়েছেন পানিও।

সাকিবের দারুণ মুডের প্রমাণ দেখা মিলল সংবাদ সম্মেলনেও। প্রশ্নের উত্তরে রসিকতা করলেন, যাওয়ার সময় কঠিন এক প্রশ্নের জবাবটাও দিলেন, ‘সেন্স অব হিউমারের’ পরিচয় দিয়ে।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সাকিব ওয়ানডে খেলবেন না, এমন গুঞ্জন শোনা যাচ্ছিল কয়েকদিন ধরে। সংবাদ সম্মেলনের শেষদিকে আসল প্রসঙ্গটি। এক সাংবাদিক প্রশ্ন করলেন, বাংলাদেশ তো ওয়েস্ট ইন্ডিজে তিন ফরম্যাটেই খেলতে যাচ্ছে। আপনি খেলবেন?

প্রশ্নটা শুনে সাকিব কিছুক্ষণ চুপ থাকলেন। এরপর পাশে বসা মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামকে প্রশ্ন করলেন, ‘আমার নাম নেই?’ ভঙ্গিটা সিরিয়াসই ছিল সাকিবের। জবাবে মিডিয়া ম্যানেজার জানালেন, ‘আছে তো। ’

‘তাহলে?’ সাকিবের এই প্রশ্নের পরই অট্টহাসি শুরু হলো সংবাদ সম্মেলনে। হাসতে হাসতে বেড়িয়ে গেলেন সাকিব। এক বাক্যে কঠিন প্রশ্নের সহজ উত্তর দিয়ে!

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, মে ২৬, ২০২২
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।