ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

৫ রানের জন্য সেঞ্চুরি মিস করলেন আশরাফুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, মে ৩০, ২০২২
৫ রানের জন্য সেঞ্চুরি মিস করলেন আশরাফুল ফাইল ফটো

জাতীয় দলে দীর্ঘদিন সুযোগ না পেলেও দেশের ঘরোয়া ক্রিকেটে প্রায় নিয়মিত দেখা যায় মোহাম্মদ আশরাফুলকে। এবার তিনি দেশের গণ্ডি পেরিয়ে খেলতে গেছেন ইংল্যান্ডে।

সেখানকার মাইনর কাউন্টিতে খেলছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।  

মাইনর কাউন্টিতে ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন আশরাফুল। টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ এই সেঞ্চুরিয়ান কদিন আগেই করেছিলেন সেঞ্চুরি। ৮৫ বলে করেছিলেন ১০৭ রান। এবার সানডে লিগে মাত্র ৫ রানের জন্য সেঞ্চুরি মিস হলো তার, আউট হয়েছেন ৯৫ রানে।

সানডে লিগে লিলুগটনের হয়ে খেলছেন আশরাফুল। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ৮ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করে 'অ্যাশ' নিজেই সেঞ্চুরি মিস করার খবর জানিয়েছেন। ভিডিওতে তাকে একটি পুল শট খেলতে দেখা গেছে। ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, 'যাই হোক, আলহামদুলিল্লাহ। আরেকটি ৯৫ রান, অল্পের জন্য সেঞ্চুরি মিস করলাম। ইংল্যান্ডের সানডে লিগে লিলুগটনের হয়ে। আমার জন্য দোয়া করবেন। '

অবশ্য এর আগেও মাইনর কাউন্টিতে খেলেছেন আশরাফুল। ২০০৬ সালে প্রথমবার অংশ নেওয়ার পর ফের ২০১২ ও ২০১৯ সালে গেছেন খেলতে।  

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, মে ৩০, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।