ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

শহিদুলের চোটে কপাল খুলছে হাসান মাহমুদের

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, মে ৩১, ২০২২
শহিদুলের চোটে কপাল খুলছে হাসান মাহমুদের

নিউজিল্যান্ডের বিপক্ষে ২০২১ সালে সর্বশেষ খেলেছিলেন ওয়ানডে। এরপর ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে খেলছেন চার ম্যাচ।

মাঝে ইনজুরির পর হাসান মাহমুদের কপাল খুলেছে আবার।

এবার পেসার শহিদুল ইসলামের চোটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াডে যুক্ত হচ্ছেন তিনি। ঢাকা টেস্ট চলাকালীন সাইড স্ট্রেইনে চোট পান শহিদুল। চার থেকে ছয় সপ্তাহ বিশ্রাম লাগবে তার। ক্যারিবীয়ানদের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটের দলে ছিলেন তিনি।

সোমবার হাসান মাহমুদকে দলে নেওয়ার খবরটি বাংলানিউজকে নিশ্চিত করেছেন নির্বাচক হাবিবুল বাশার সুমন। তিনি বলেছেন, ‘ শহিদুল চোট পেয়েছে এটা সত্যিই। হাসান মাহমুদ যেহেতু দলের সঙ্গেই আছে, ওকেই নেওয়ার সম্ভাবনা বেশি। আমরা এখনও সিদ্ধান্ত নেইনি। তবে ওরই যোগ হওয়ার সম্ভাবনা বেশি। ’

এখন অবধি জাতীয় দলের হয়ে একটিই টি-টোয়েন্টি খেলেছেন হাসান মাহমুদ, কোনো উইকেট পাননি। ৩ ওয়ানডের ক্যারিয়ারে নিয়েছেন ৫ উইকেট।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, মে ৩১, ২০২২
এমএইচবি/এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।