ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

তবে কি সাকিবই হচ্ছেন টেস্টের নতুন অধিনায়ক?

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, মে ৩১, ২০২২
তবে কি সাকিবই হচ্ছেন টেস্টের নতুন অধিনায়ক?

মুমিনুল অধিনায়কত্ব ছাড়তে চান- ব্যাপারটা এখন আনুষ্ঠানিক। মঙ্গলবার বিসিবি সভাপতির সঙ্গে তার গুলশানের বাসায় বৈঠকে বসেন টেস্ট অধিনায়ক।

এরপর সাংবাদিকদের জানান, অধিনায়কত্ব ছাড়তে চান। নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিসিবিকেও।

এখন বিসিবি কোন পথে হাঁটবে? সভাপতি নাজমুল হাসান পাপন কথা বলেননি। তবে বিসিবির প্রতিনিধি হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু।  তার কথায় ইঙ্গিত মিলল, সাকিব হতে পারেন নতুন অধিনায়ক। যদিও স্পষ্ট করে কিছু বলেননি তিনি।

সাকিব আজ সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন। কিন্তু তার যাওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্রে। এই ফেরায় কোনো ইঙ্গিত আছে কি না জানতে চাইলে টিটু বলেন, ‘অবশ্যই, কেন থাকবে না? সাকিব একজন অভিজ্ঞ খেলোয়াড়। মুমিনুলের জায়গায় অভিজ্ঞ কাউকেই দেওয়া হবে এটাই তো সিদ্ধান্ত হবে। ’

‘তবে সাকিব আজ দেশে চলে এসেছে মানে ওকেই চূড়ান্ত করা হবে তা না। হতেও পারে, আবার না-ও হতে পারে। এটা আসলে আনুষ্ঠানিকভাবে বলা যায় না। আমরা অনেক কিছু দেখে ধারণা করে নিই। সেই হিসেবে এটা মনে হচ্ছে। আসলেই তা কি না ২ তারিখ জানা যাবে। ’

বিসিবির ভাবনায় কে বিকল্প জানতে চাইলে তিনি বলেছেন, ‘অনেক দিন ধরে অধিনায়কত্ব নিয়ে কথা হচ্ছিল এমন কিন্তু না। এটা আমরা মিডিয়াতেই শুধু দেখেছি বা বাইরের কথা থেকেই এসেছে। বোর্ডে এমন কোনো আলোচনা ছিল না। মুমিনুল আজ যেটা জানিয়েছে এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ইচ্ছা। ’

‘যেহেতু বোর্ডের এ নিয়ে কোনো পরিকল্পনা ছিল না, তাই কে নতুন অধিনায়ক কে হবে সেই সিদ্ধান্ত এখনও হয়নি। বোর্ড সভাপতি এখন এগুলো নিয়ে সরাসরি কথা বলবেন। ২ তারিখ হয়ত বিস্তারিত আলোচনা হবে বোর্ড সভায়। সবার সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত হবে। ’

বাংলাদেশ সময়: ২১২৫, মে ৩১, ২০২২
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।