ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

হাসিও আসতে পারে, কিন্তু আমরা ম্যাচ জেতাবোই : তাসকিন

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, জুন ১, ২০২২
হাসিও আসতে পারে, কিন্তু আমরা ম্যাচ জেতাবোই : তাসকিন

মানসম্পন্ন পেসারের অভাব সবসময়ই বাংলাদেশে। এর মধ্যে আশার আলো হয়ে এসেছেন তাসকিন আহমেদ।

সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের সেরা খেলোয়াড়ও হয়েছিলেন তিনি।  

কিন্তু এরপরই বাংলাদেশি এই ফাস্ট বোলার পড়েছেন ইনজুরিতে। শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে দুই টেস্ট সিরিজের দলেও ছিলেন না তিনি। আজই প্রথম মিরপুর স্টেডিয়ামের ইনডোরে করেছেন অনুশীলন। এরপর তাসকিন স্বপ্ন দেখিয়েছেন পেসারদের টেস্ট জেতানোর।

তিনি বলেছেন, ‘টেস্ট ক্রিকেট অনেক স্পেশাল খেলা এটা সব থেকে কঠিন ফরম্যাট। আর সবাই গুনায় (টেস্টে) না ধরলেও যে দিন নিজেই নিজের গুনায় ধরা ধন্ধ করব সে দিন সব শেষ হয়ে যাবে। সব কিছু লজিক দিয়েই হয় না। নিজের আত্মবিশ্বাস থাকলে অনেক কিছুই সম্ভব হয়ে যায়। ’

‘যদি আল্লাহ রহমত থাকে আর চেষ্টা থাকে। তো এমনই! এক সময় বাংলাদেশের ফাস্ট বোলাররাও ম্যাচ জেতাবে এগুলাই স্বপ্ন দেখি ঘরে বসে। কিন্তু চেষ্টা করছি এবং হার্ড ওয়ার্ক করছি। শুনলে হয়ত অনেকের হাসিও লাগতে পারে কিন্তু একদিন এটা সত্যি হবে ইনশাল্লাহ। ’

ইনজুরি থেকে বাঁচতে কোনো ফরম্যাট থেকে নিজেকে সরিয়ে নেবেন কি না এমন এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘আসলে এরকম কোন চিন্তা ভাবনা করি নি। আমি স্টিল ইয়াং। যখন আরও সিনিয়র হবো, যখন অনেক লোড পরবে তখন বোর্ড ডিসিশন নিবে কোনটা খেলতে হবে বা কোনটা খেলতে হবে না। পার্সোনালি আমি তিন ফরম্যাটেই খেলতে চাই। সবাই শুধু দোয়া করবেন। ’

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জুন ০১, ২০২২
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।