ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

সাকিব টেস্ট খেলতে বেশি আগ্রহী: সুজন

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, জুন ১, ২০২২
সাকিব টেস্ট খেলতে বেশি আগ্রহী: সুজন সংগৃহীত ছবি

মুমিনুল হক টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দিতে চান। গতকাল গুলশানের বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় তার সঙ্গে বৈঠকে বসেছিলেন।

এরপরই নিজের সিদ্ধান্তের কথা জানান মুমিনুল।

নতুন অধিনায়ক হিসেবে বেশ জোরেশোরেই শোনা যাচ্ছে সাকিব আল হাসানের কথা। কিন্তু তার প্রসঙ্গ আসলেই ঘুরেফিরে আসে টেস্টে অনীহার ব্যাপার। প্রায়ই টেস্ট থেকে ছুটি নেন তিনি। যদিও জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলছেন উল্টো কথা। সাকিব নাকি সবচেয়ে বেশি আগ্রহী টেস্টে।

তিনি বলেছেন, ‘সাকিব সব সময় টেস্ট খেলতে চায় এখন। আমি জানি না কেন কথাটা বারবার আসে, সাকিব টেস্ট খেলতে চায় না। সাকিবের সঙ্গে যতবার কথা বলেছি, সে বলে আমি অন্য ফরম্যাটের থেকে টেস্ট বেশি উপভোগ করি। আমি সব সময় বেশি টেস্ট খেলতে চাই। ’

সাকিবের অধিনায়কত্বের ব্যাপারে সুজন বলেন, ‘যদি সাকিব খেলতে চায়, সাকিব দিতে চায়, আমি মনে করি সেটা সাকিবেরও একটা পরিবর্তন আসতে পারে। আমি বলছি না সাকিবই টেস্ট অধিনায়ক হবে বা তামিমও আছে। মাহমুদউল্লাহ যেহেতু ছেড়ে দিয়েছে, মুশফিকও আছে। তবে সে নেবে কী না সেটা বড় ব্যাপার। তো কে হবে আমি জানি না। ’

অধিনায়ক সিনিয়র কবে কি না বা জুনিয়র কেউ। যে ই হোক না কেন, আমি মনে করি অন্তত দুই বছর... একটা অধিনায়ককে সময় দেয়াটা খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং যে অধিনায়ক হবে সে চিন্তা করুক, কীভাবে চায়। ’

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, জুন ০১, ২০২২
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।