ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

অধিনায়কত্ব ছেড়ে ‘ব্যাটার’ মুমিনুলের ফেরার লড়াই

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, জুন ১, ২০২২
অধিনায়কত্ব ছেড়ে ‘ব্যাটার’ মুমিনুলের ফেরার লড়াই

আগের দিন গুলশানে বিসিবি সভাপতির বাড়ির নিচে দাঁড়িয়েই সবকিছু স্পষ্ট করেছিলেন। ব্যাটিংয়ে মনোযোগী হতে চান বলে অধিনায়কত্ব আর করতে চান না- জানিয়েছিলেন এমনটাই।

কথা বলতে বলতে মুমিনুলের বিষণ্ন ভাব আড়াল করা যায়নি। গেল না মিরপুরের ইনডোরেও।  

১০টির মতো ক্যামেরা, কাছাকাছি সংখ্যক সাংবাদিক দাঁড়িয়ে ইনডোরের সামনে। সবারই লক্ষ্য মুমিনুল হক। গত কয়েক দিন ধরেই তাকে খুঁজে ফিরছে ক্যামেরার লেন্স। মুমিনুল শত চেষ্টা করেও আড়াল হতে পারছেন না।

প্রিয় গুরু নাজমুল আবেদীন ফাহিমকে সঙ্গে নিয়ে ফেরার লড়াইটা চালাচ্ছেন বেশ কয়েক দিন ধরেই। তবুও মুমিনুল আজকে একটু বেশিই কেন্দ্রবিন্দুতে। কখনও ইনডোরের ভেতরে, কখনো নেটে বা দরজায় কোমড়ে হাত দিয়ে দাঁড়িয়ে থাকলেন; ধরা পড়লেন ক্যামেরার ফ্ল্যাশে।

বেলা প্রায় ১১টা তখন। আকাশে মেঘেদের লুকোচুরি। মুমিনুল ইনডোরের ভেতর থেকে বেড়িয়ে এলেন নেটে। তিন পেসার মেহেদি হাসান রানা, আবু হায়দার রনি ও শাহিন আলম তার সঙ্গী। পাশের নেটে দাঁড়িয়ে গুরু নাজমুল আবেদীন ফাহিম।  

মুমিনুলের দিকে তীক্ষ্ম নজর তার। পরামর্শ উড়ে যাচ্ছে তাকে বল করা পেসারদের দিকেও। তাদের লক্ষ্যটা মুমিনুলের অফ স্টাম্প থেকে বাইরের দিকে। গতিই প্রধান হাতিয়ার, মুমিনুল লিভ করলেন শুরুতে। খানেক বাদেই ব্যাটে আসতে শুরু করল বল। ডিফেন্ডই ভরসা তার। ফিফথ স্টাম্পের বলে সলিড ডিফেন্স করলেন, লেগ স্টাম্পের বলে মুমিনুলের ভরসা লেগ গ্লান্স।  

বেশ কয়েকবার রনির গতির কাছে হার মানলেন, ধেয়ে আসা খাটো লেন্থের বলেও বোধ হলো অস্বস্তি। পাশের নেটে দাঁড়িয়ে থাকা নাজমুল আবেদীন ফাহিম কথা বললেন মুমিনুলের সঙ্গে। হাতের অঙ্গভঙ্গিতে বোঝালেন কোথায় ভুল হচ্ছে।

আধঘণ্টা ব্যাটিংয়ের পর দেওয়া হলো বিরতি। পানি পান করার সময় নাজমুল আবেদীন ফাহিম মুমিনুলের সঙ্গে আরেক ধাপ কথা বললেন; বোলারদের এবারও বললেন অন্য কিছু করার কথা। তার নির্দেশে এবার বদলে গেল মুমিনুলকে করা বলের ধরন। বোলারদের হাতে তুলে দেওয়া হলো নতুন বল। নাজমুল আবেদীন ফাহিম দাঁড়ালেন মুমিনুলের ঠিক পেছনে, উইকেটরক্ষকের জায়গায়।

এবারের দফায় সব বল হলো ফুল লেন্থ। গতিও কমল কিছুটা। মুমিনুল স্বাচ্ছন্দ্যেই ব্যাট করলেন এবার। মিনিট ১৫ ব্যাটিংয়ের পর মুমিনুল আবার পেলেন বিরতি।

কিছুক্ষণ পর আবার নেটে গেলেন। এবারও বদলালো বলের জায়গা। মুমিনুল চেষ্টা করলেন শট খেলতে। টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দিতে চাওয়া ব্যাটারের জন্য এবার বাধা হলো বৃষ্টি। ব্যাট-প্যাড গুটিয়ে মুমিনুল ফিরলেন ইনডোরের ভেতরে।

জৈষ্ঠ্যের আকাশের মন খারাপ হয়ে ঝুম বৃষ্টি নেমে এল খানিক বাদে। মুমিনুলের মন খারাপকে লুকাতেই কি না, কে জানে!

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, জুন ০১, ২০২২
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।