ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

শুরুতেই বিপাকে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, জুন ২, ২০২২
শুরুতেই বিপাকে নিউজিল্যান্ড

ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটে নতুন দিনের সূচনা হয়েছে আজ (২ জুন)। ক্রিকেটতীর্থ লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে খেলতে নেমেছে ইংলিশরা।

শুরুতেই দুই উইকেট শিকার করে নিউজিল্যান্ডকে বিপাকে ফেলেছেন জেমস অ্যান্ডারসন।

দলের দুই ওপেনার টম লাথাম এবং উইল ইয়ং দুই জনই এক রান করে সংগ্রহ করেছিলেন। নিউজিল্যান্ডের পক্ষে কেন উইলিয়ামসন এবং ডেভন কনওয়ে ব্যাট হাতে প্রতিরোধ গড়ার চেস্টা করছেন।  

উল্লেখ্য, এই টেস্ট দিয়েই সাদা পোশাকে ইংল্যান্ডের স্থায়ী অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করেছেন তারকা অলরাউন্ডার বেন স্টোকস। ইংল্যান্ডের হেড কোচ হিসেবে লাল বলে দায়িত্ব পালন করতে যাচ্ছেন ব্রেন্ডন ম্যাককালাম।

লর্ডসে স্মরণীয় এই টেস্টে টসভাগ্যটা সহায় হয়নি ইংলিশদের। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। তবে দলকে দারুন শুরু এনে দিয়েছেন জেমস অ্যান্ডারসন।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, জুন ০২, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।