ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

২০২৩ বিশ্বকাপ পর্যন্ত বাড়ল নান্নু-বাশারের মেয়াদ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, জুন ২, ২০২২
২০২৩ বিশ্বকাপ পর্যন্ত বাড়ল নান্নু-বাশারের মেয়াদ ছবি: শোয়েব মিথুন

বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক কমিটির মেয়াদ আগামী ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (২ জুন) বোর্ড সভার পর এই সিদ্ধান্তের কথা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

তিনি জানিয়েছেন, বোর্ড সভায় তাদের বিকল্প নাম চাওয়া হলেও কোনো নতুন নাম আসেনি। তাই তিন নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার সুমন ও আব্দুর রাজ্জাকের মেয়াদ বাড়ানো হয়েছে।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এবং অন্য সিনিয়র নির্বাচক হাবিবুল বাশার সুমনের চুক্তির মেয়াদ শেষ হয়েছে ২০২১ সালের ৩১ ডিসেম্বর। এরপর থেকে অন্তবর্তী হিসেবেই কাজ করছিলেন তারা।

এবার তাদের পাকাপাকিভাবে মেয়াদ বাড়ানো হয়েছে। ২০২৩ সালের বিশ্বকাপ পর্যন্ত থাকছেন তারা। এই নিয়ে পাপন বলেছেন, ‘সিলেকশন প্যানেলে নান্নু, সুমন, রাজ্জাক আছেন। আজকেও নতুম কারোর নাম আসেনি সিলেক্টর হিসেবে। তাই যারা আছে তাদের সামনের বছরের বিশ্বকাপ পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছে। ’

নতুন নির্বাচক নিয়োগেরও ইচ্ছে ছিল বিসিবির। কিন্তু কাউকে খুঁজে না পায়নি তারা। অবশ্য পরবর্তীতে আরও দুই জন নির্বাচক নিয়োগ দেওয়ার কথা বলেছেন বিসিবি সভাপতি, 'আমাদের সভার একটি আলোচ্য বিষয় ছিল জাতীয় দলের নির্বাচক প্যানেল। তো এখন আমাদের প্যানেলে তিনজন আছেন। আমরা ক্রিকেট অপ্সকে বলেছিলাম নতুন কারও নাম সুপারিশ করতে। তারা সেটি করতে পারেনি, নতুন কাউকে এ দায়িত্বের জন্য খুঁজে পায়নি। '

'তবে অপারেশন্স থেকে প্রস্তাব দেওয়া হয়েছে, বর্তমান প্যানেলের মেয়াদ আগামী বছরের বিশ্বকাপ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হোক। এর মধ্যে আমরা কিছু একটা ব্যবস্থা করবো। তো এর সঙ্গে শুধু যুক্ত হয়েছে, আরও দুজন নির্বাচক বাড়ানো হবে। '

দুইজন অতিরিক্ত নির্বাচক যোগ দেবে মূলত বয়সভিত্তিক ক্রিকেটে খেলোয়াড় নির্বাচনের জন্য, 'এখন যেটা হয়েছে, আমাদের অনেক খেলা। বয়সভিত্তিক ক্রিকেটেও যে খেলাগুলো হয় সবগুলো তাদের (বর্তমান প্যানেল) পক্ষে দেখা সম্ভব নয়। কারণ আমাদের জাতীয় দলের খেলাই এতো। সেজন্য আরও দুজনকে আমরা অন্তর্ভুক্ত করবো। '

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, জুন ২, ২০২২
এমএইচবি/এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।