ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নিউজিল্যান্ডকে চালকের আসনে বসালেন মিচেল-ব্লান্ডেল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, জুন ৪, ২০২২
নিউজিল্যান্ডকে চালকের আসনে বসালেন মিচেল-ব্লান্ডেল

প্রথম দিনের পুরোটা জুড়েই ছিল ব্যাটারদের দাপট। দ্বিতীয় দিনের শুরুটাও হয়েছিল তেমন।

কিন্তু এরপরই দারুণ জুটি গড়েছেন ড্যারিল মিচেল টম ব্লান্ডেল। দলকে তো ভালো জায়গায় নিলেনই, আছেন সেঞ্চুরির দ্বারপ্রান্তেও।  

লর্ডসে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৩৬ রান করেছে নিউজিল্যান্ড। ৬ উইকেট হাতে রেখে তারা স্বাগতিক ইংল্যান্ডের চেয়ে এগিয়ে ২২৭ রানে।

৭ উইকেট হারিয়ে ১১৬ রান নিয়ে দিন শুরু করেছিল স্বাগতিকরা। নিজেদের ইনিংসকে খুব বেশি দূর টানতে পারেননি দলটির ব্যাটাররা। নিজেদের প্রথম ইনিংসে ১৪১ রানে অলআউট হয়ে গেছে ইংল্যান্ড।  

১৪ ওভার হাত ঘুরিয়ে ৫৫ রান দিয়ে ৪ উইকেট নেন টিম সাউদি। টেন্ট বোল্ট ৩, কাইল জেমিনসন ২ ও কলিন ডি গ্র্যান্ডহোম নেন একটি করে উইকেট।  

নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও বিপদে পড়ে নিউজিল্যান্ড। দলীয় মাত্র ৬ রানে সাজঘরে ফেরত যান ওপেনার উইল ইয়াং। অ্যান্ডারসনের বলে ৬ বলে ১ রান করে বেন ফোকসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরত যান তিনি।  

তিন নম্বরে খেলতে নেমে ৩৪ বলে ১৫ রান করে সাজঘরে ফেরত যান কেন উইলিয়ামসনও। এরপর টম লাথাম ও ডেভেন কনওয়েও আউট হন। ৫৬ রানেই চার উইকেট হারিয়ে আবারও অল্পতেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে নিউজিল্যান্ড।  

এরপরই অসাধারণ জুটি গড়েন ড্যারিল মিচেল ও টম ব্লান্ডেল।  পঞ্চম উইকেটে ৩৩৯ বলে ১৮০ রানের জুটিতে অবিচ্ছিন্ন আছেন দুজন। ১৮৮ বলে ১১ চারে ৯৭ রানে অপরাজিত মিচেল। ১৮২ বলে ১২ চারে ৯০ রানে খেলছেন ব্লান্ডেল।

সংক্ষিপ্ত স্কোর:

নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ১৩২

ইংল্যান্ড প্রথম ইনিংস: ৪২.৫ ওভারে ১৪১ (আগের দিন ১১৬/৭) (ফোকস ৭, ব্রড ৯, অ্যান্ডারসন ৭*, পার্কিনসন ৮; সাউদি ১৪-৩-৫৫-৪, বোল্ট ১৩.৫-৪-২১-৩, ডি গ্র্যান্ডহোম ৮-২-২৪-১, জেমিসন ৭-৩-২০-২)

নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংস: ৭৯ ওভারে ২৩৬/৪ (ল্যাথাম ১৪, ইয়াং ১, উইলিয়ামসন ১৫, কনওয়ে ১৩, মিচেল ৯৭*, ব্লান্ডেল ৯০* ; অ্যান্ডারসন ১৬-৬-৪৯-১, ব্রড ২১-৬-৪৭-১, পটস ১৯-৩-৫০-২, স্টোকস ৮-১-৪৩-০, পার্কিনসন ১৪-০-৪৩-০, রুট ১-০-২-০)

বাংলাদেশ সময় : ১০২৭, ‍জুন ৪, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।