ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

জাদুকর রুট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, জুন ৭, ২০২২
জাদুকর রুট

ইংল্যান্ড-নিউজিল্যান্ডের মধ্যকার লর্ডস টেস্টের চতুর্থ দিন ভিন্ন এক কাজ করে সকলের নজর কেড়েছেন রুট। বল করছিলেন কাইল জেমিসন, স্ট্রাইকে বেন ফোকস।

কিন্তু সবার নজর কেড়ে নিলেন ননস্ট্রাইক প্রান্তের ব্যাটার জো রুট। রীতিমতো জাদু দেখিয়েই যেনো কোনোকিছুর সংস্পর্শ ছাড়া নিজের ব্যাট দাঁড় করিয়ে রাখলেন এ তারকা ব্যাটার।

ননস্ট্রাইক প্রান্তে অলস দাঁড়িয়ে থাকতে থাকতে যেনো মজা করার ভূতই চাপে রুটের মাথায়। নিজের ব্যাটটি ভূমির ওপর লম্বালম্বি দাঁড় করিয়ে রেখে সবার মনে অবিশ্বাস্যের জন্ম দেন রুট। জেমিসন রানআপ শুরু করতেই ব্যাট আবার হাত দিয়ে ধরেন ইংল্যান্ডের এ সাবেক অধিনায়ক।

ভক্ত-সমর্থকরা রুটকে আখ্যা দিচ্ছেন জাদুকর হিসেবে। যিনি নাকি জাদুবলেই ব্যাটটি কোনোকিছুর সংস্পর্শ ছাড়া দাঁড় করিয়ে রেখেছিলেন!

তবে রুটের এই ব্যাট কান্ডের রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা। ইংল্যান্ডের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, রুটের নিউ ব্যালেন্স ব্যাটের নিচের অংশ পুরোপুরি সমান হওয়ায় এটি ভূমিতে লম্বা সময় সোজা দাঁড়িয়ে ছিল।

ম্যাচে পাঁচ উইকেটে জয় পেয়েছে ইংল্যান্ড। রুট অপরাজিত ছিলেন ১১৫ রানে।

বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, জুন ৭, ২০২২
এআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।