ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

অভিজ্ঞতার কারণে ওয়েস্ট ইন্ডিজে ভালো করবে বাংলাদেশ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, জুন ৭, ২০২২
অভিজ্ঞতার কারণে ওয়েস্ট ইন্ডিজে ভালো করবে বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজে টেস্ট ম্যাচে বাংলাদেশের জন্য স্মৃতিটা মিশ্র। ২০০৯ সালে দেশটিকে হারিয়ে বিদেশের মাটিতে প্রথম সিরিজ জয়ের স্বাদ পায়।

 

এরপর সর্বশেষ ২০১৮ সালে উইন্ডিজ সফরে ইতিহাসের সর্বনিম্ন ৪৩ রানে অলআউট হওয়ার লজ্জায় পড়তে হয়। এবার আবার দেশটিতে সফরে যাচ্ছে টাইগাররা। চার বছরের অভিজ্ঞতার কারণেই বাংলাদেশ ভালো করবে বলে বিশ্বাস জাতীয় দলের সঙ্গে স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করা সোহেল ইসলামের।

মিরপুরে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘অবশ্যই আমি বলব যে আমাদের ভালো সুযোগ আছে। আমরা সবশেষ যখন ওয়েস্ট ইন্ডিজ ট্যুর করি সেটা ২০১৮ তে এখন ২০২২। তো এই ছেলেগুলোই সেখানে গিয়েছিল টিমের সঙ্গে, তখন মিরাজ, তাইজুল, সাকিব ছিল। ’

‘এদের আসলে অভিজ্ঞতা বেশি হয়ে গেছে চার বছরের মধ্যে তারা এই সময়ের ভেতর দেশের বাইরে বিভিন্ন জায়গা খেলেছে। এই অভিজ্ঞতার তো একটা মূল্য অবশ্যই আছে। আমি আশাবাদী যে তারা ওখানে ভালো করবে। ’

স্পিনারদের জন্য অভিজ্ঞ এই কোচের পরামর্শ, ‘ওখানকার উইকেট একটু পেস বোলিং ফ্রেন্ডলি থাকে। বাউন্সটা বেশি থাকে। আমাদের উইকেট দেখা যায় একটু লো বাউন্স থাকে। স্কিডি থাকে। তো আমাদের পিচে বল করলে বল স্কিড করে, আর ওখানে দেখা যায় যে আপনি যদি ওই লেংথে বল করেন তো ইজি ব্যাকফুটে খেলা যায়, দেখা যায় যে ওখানে লেংথ সামনে করতে হয় এবং বলে স্পিনও থাকা লাগে। আসলে এ জিনিসগুলো টেকনিক্যাল জিনিস এগুলো এডাপ করেই আগাতে হয়। ’

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, জুন ৭, ২০২২
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।