ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে সিরিজ আফগানিস্তানের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, জুন ১০, ২০২২
জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে সিরিজ আফগানিস্তানের

তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে ৪ উইকেটে জয়লাভ করে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো আফগানিস্তান। ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নিলো দলটি।

সিরিজজুড়ে ১৯৮ রান করে সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন রহমত শাহ।

হারারে স্পোর্টস ক্লাবে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে ৪৪.৫ ওভারে মাত্র ১৩৫ রান তুলে সবগুলো উইকেট হারায় জিম্বাবুয়ে। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন সিকান্দার রাজা। এছাড়া অভিষিক্ত ইনোসেন্ট কাইয়া ১৬, রেগিস চাকাবভা ১৫ ও রিয়ান ২১ রান করেন।  

আফগানদের পক্ষে রশিদ খান ৩১ রানে নেন ৩ উইকেট। জোড়া উইকেট শিকার করেন মোহাম্মদ নবি ও ফজলহক ফারুকি।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে আফগানিস্তান ৩৭.৪ ওভারেই টার্গেট পেরিয়ে যায়। ৬ উইকেটের বিনিময়ে ১৩৭ রান তুলে জয় নিশ্চিত করে সফরকারীরা। দলের হয়ে হাশমতউল্লাহ শাহিদি সর্বোচ্চ ৩৮ রান করেন। মোহম্মদ নবি অপরাজিত থাকেন ৩৪ রানে। এছাড়া রহমত শাহ ১৭ এবং রশিদ খান ৬ রানে অপরাজিত থাকেন।  

জিম্বাবুয়ের হয়ে ২টি উইকেট নেন চাতারা। এর আগে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ৬০ রানের জয় তুলে নেয় আফগানিস্তান। দ্বিতীয় ম্যাচে তারা ৮ উইকেটের বড় ব্যবধানে হারায় জিম্বাবুয়েকে।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, জুন ১০, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।